ED Raid: কনস্টেবল নিয়োগেও দুর্নীতি? তদন্তে নেমে কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গা তল্লাশি ইডির

ED Raid: মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষাতে জালিয়াতি চালানো মাস্টারমাইন্ডরাই ঠিক তার আগের বছর ২০২৩ সালে বিহারের পুলিশ কনস্টেবল নিয়োগেও দুর্নীতির ছাপ ফেলেছিল।

ED Raid: কনস্টেবল নিয়োগেও দুর্নীতি? তদন্তে নেমে কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গা তল্লাশি ইডির
প্রতীকী ছবি Image Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jun 19, 2025 | 1:32 PM

পটনা: বৃহস্পতিবার আন্তঃরাজ্য তল্লাশি অভিযানে নামল দেশের আর্থিক গোলযোগ সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২৩ সালে বিহারে অভিযোগ ওঠা পুলিশ কনস্টেবল পরীক্ষায় দুর্নীতি মামলার তদন্তে সকাল থেকে অভিযান চালাল তারা।

দেশের চার রাজ্যের নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। অভিযান চালানো হয়েছে শহর কলকাতাতেও। এদিন সাতসকালে ইডি আধিকারিকরা হানা দিয়েছে পটনা, নালন্দা, রাঁচি, লখনউ ও কলকাতা-সহ মোট ১১টি জায়গায় হানা দিয়েছে তারা।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে নিট অর্থাৎ মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষাতে জালিয়াতি চালানো মাস্টারমাইন্ডরাই ঠিক তার আগের বছর ২০২৩ সালে বিহারের পুলিশ কনস্টেবল নিয়োগেও দুর্নীতির ছাপ ফেলেছিল।

সেই বছর কনস্টেবল নিয়োগ পরীক্ষা হঠাৎ করেই মাঝপথে বাতিল হয়ে যায়। মূলত, পরীক্ষায় বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার করে টুকলি করার অভিযোগে সেই বছর পরীক্ষা বাতিল হয়ে যায়। এছাড়াও, একাংশের দাবি, পরীক্ষা শুরুর আগেই নাকি ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্ন। পরবর্তীতে এই ঘটনায় মোট ১৫০ জন গ্রেফতার করে পুলিশ। প্রকাশ্যে আসে টাকা নিয়ে টুকলিতে সাহায্য করার কথা।

প্রসঙ্গত, গত বছর নিট পরীক্ষার আগেই একই কায়দায় ফাঁস হয়েছিল মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র। একাংশের অভিযোগ, ৩০ থেকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র প্রতারকদের হাতে তুলে দিয়েছিল কিছু পরীক্ষক। ইতিমধ্যেই সেই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েকজন মাস্টারমাইন্ডও।