পিকের পার্টনার থেকে I-PAC-র মাথা, কে এই প্রতীক জৈন? জানেন কতটা শিক্ষিত?

Pratik Jain: প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পদে রয়েছেন প্রতীক। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে আইপ্যাকের সঙ্গে যুক্ত। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশের নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক জৈন।

পিকের পার্টনার থেকে I-PAC-র মাথা, কে এই প্রতীক জৈন? জানেন কতটা শিক্ষিত?
প্রতীক জৈন।Image Credit source: TV9 বাংলা

|

Jan 08, 2026 | 3:10 PM

কলকাতা: সাতসকালে অ্যাকশন মোডে ইডি। ভোর ৬টায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল আইপ্যাক কর্ণধার ও সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে। তাঁর বাড়িতে ইডি হানার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। কে এই প্রতীক জৈন জানেন?   তৃণমূলের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক?

প্রতীক জৈনের লিঙ্কডইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে সুযোগ পান প্রতীক জৈন। সেখান থেকে বি.টেক করেছেন প্রতীক জৈন। মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক করেছেন তিনি।

প্রতীক জৈনের কর্মজীবন শুরু হয় অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্ন হিসাবে। মুম্বইয়ে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে দুই মাসের জন্য ইন্টার্নশিপ করেন তিনি।

এরপরে ২০১২ সালে ডেলয়েটে (Deloitte Touche Tohmatsu India Pvt ltd) অ্যানালিস্ট হিসাবে কাজ শুরু করেন। এক বছর তিন মাস সেখানে কাজ করেন তিনি।

তারপর কাজ শুরু করেন সিটিজেনস ফর অ্য়াকাউন্টেবল গভার্নেন্স সংস্থায়। এটি তাঁর নিজের তৈরি সংস্থা। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত কাজ করেন। এরপরে প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পদে রয়েছেন প্রতীক। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে আইপ্যাকের সঙ্গে যুক্ত। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশের নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক জৈন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসাবে কাজ করেছিল আইপ্যাক।