Kolkata: ভোরের আলো ফুটতেই কলকাতার অভিজাত আবাসনে ঢুকে পড়ল CRPF, সঙ্গে এল ইডি

Kolkata ED Raid: মূলত, সেবি বা দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতে দিল্লির একটি আর্থিক প্রতারণা ঘটনায় কলকাতা তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Kolkata: ভোরের আলো ফুটতেই কলকাতার অভিজাত আবাসনে ঢুকে পড়ল CRPF, সঙ্গে এল ইডি
অভিজাত আবাসন Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 11, 2025 | 12:07 PM

কলকাতা: সাত সকালে শহরে ইডি হানা। কলকাতার একাধিক জায়গায় চলল খানা-তল্লাশি। হানা পড়ল আকাশছোঁয়া অভিজাত আবাসনেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুরের একটি অভিজাত আবাসনে শুক্রবার সকালে ঢুকে পড়ে কেন্দ্রীয় তদন্তকারীরা। মূলত, সেবি বা দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতে দিল্লির একটি আর্থিক প্রতারণা ঘটনায় কলকাতা তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ CRPF জওয়ানদের নিয়ে মুকুন্দপুরের ওই অভিজাত আবাসনে হানা দেয় ইডির বাহিনী। যার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ তুলেছে সেবি, সেই অভিযুক্তের কোম্পানি নাকি এই কলকাতার তপসিয়াতেই। সেই সূত্রেই এখানে হাজির হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। হানা দিয়েছে অভিযুক্তের ফ্ল্যাট-বাড়ি ও অফিসে।

কত টাকার দুর্নীতির অভিযোগ?

জানা গিয়েছে, প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছে ওই অভিযুক্ত। যার ভিত্তিতে তদন্তে নেমেছে ইডি বাহিনী। এদিন ওই আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, গত ৬ তারিখ অবধি আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটে লোকজন যাতায়াত করলেও, ৭ তারিখ থেকে কারওর হদিশ নেই। ফ্ল্যাটে তালা দিয়েই গায়েব হয়েছে অভিযুক্ত। তা হলে কি ইডি হানার খবর আগামই পেয়ে গিয়েছিল তারা?