কলকাতা: শহরে ফের ইডি (ED)-র তল্লাশি। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় হালতুর কাছে একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম। এটি বুধাদিত্য চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের টেন্ডার দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই ব্যক্তিকে। এবার তাঁর বাড়িতেই হাজির হল ইডি।
২০২২ সালের জুলাই মাসে বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এছাড়া শেক্সপীয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ৩৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরের টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন তিনি।
একাধিক ব্যক্তি ও চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বছর গ্রেফতার হলেও পরে জামিন পান তিনি। এবার সেই ব্যক্তির ফ্ল্যাটেই হাজির হল ইডি।
উল্লেখ্য, সম্প্রতি ইডি-র তল্লাশিতেই শহরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় দেড় কোটি টাকা। সেই মামলায় গ্রেফতারও করা হয় ব্যবসায়ী বিক্রম শিকারিয়াকে। মনজিৎ সিং নামে আর এক ব্যবসায়ীর যোগ পাওয়া গিয়েছে ওই মামলা। তাঁকে ইতিমধ্যে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লিতে ইডি দফতরে। এবার আবারও কেন্দ্রীয় সংস্থার তল্লাশি ঘিরে বাড়ছে জল্পনা। প্রতারণায় অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে কেন আচমকা হানা দিল ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন।