ED Raid in West Bengal: নববর্ষের সকালে ‘অ্যাকশনে’ ইডি! রাজ্যের ৮টি জায়গায় চলল তল্লাশি

ED Raid in West Bengal: অবশ্য, ইডির এই আন্তর্জাতিক যোগসাজোশের ব্যাপারে কার্যত সিলমোহর দিয়েছে কলকাতা পুলিশও। সম্প্রতি ভবানিপুর থানা তরফে ভুয়ো পাসপোর্ট মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে।

ED Raid in West Bengal: নববর্ষের সকালে অ্যাকশনে ইডি! রাজ্যের ৮টি জায়গায় চলল তল্লাশি
প্রতীকী ছবিImage Credit source: ফাইল চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 15, 2025 | 11:58 AM

কলকাতা: পয়লা বৈশাখে ‘অ্যাকশনে’ নামল ইডি। যখন গোটা রাজ্যবাসী ব্যস্ত নববর্ষ উদযাপনে, সেই উৎসবের আবহেই জালিয়াতদের টিঁকি খুঁজতে মাঠে নেমে পড়ল তারা। ভবানিপুর থানায় দায়ের হওয়া পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের একবার তল্লাশি অভিযানে তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সাতসকালে বিরাটি, বেকবাগান-সহ কলকাতা তথা রাজ্যের মোট ৮টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে তল্লাশি অভিযানে নামে তারা। কীভাবে রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো পাসপোর্ট? কারাই বা ছড়াচ্ছে, সেই সব খতিয়ে দেখতে অ্যাকশনে নেমেছে তারা। সূত্রের খবর, এই ভুয়ো পাসপোর্ট মামলায় আন্তর্জাতিক যোগসাজোশ রয়েছে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি, বেশ কিছু নথির খবর পেয়েছে তারা, যা খুঁজে বের করতেই রাজ্যের অলিতেগলিতে বেড়েছে ইডি আধিকারিকদের হাঁটাচলা।

অবশ্য, ইডির এই আন্তর্জাতিক যোগসাজোশের ব্যাপারে কার্যত সিলমোহর দিয়েছে কলকাতা পুলিশও। সম্প্রতি ভবানিপুর থানা তরফে ভুয়ো পাসপোর্ট মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই বলা হয়েছিল, এই গোটা চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তদের একটা বড় অংশ বাংলাদেশের নাগরিক। এবার সেই এজেন্টদের খুঁজে পেতেই ময়দানে ইডি।

প্রসঙ্গত, গতবছর সর্বপ্রথম কলকাতা পুলিশের উদ্য়োগেই ভবানিপুর থানায় দায়ের করা হয় একটি পাসপোর্ট জালিয়াতি মামলা। এখান থেকেই শুরু এই বৃহত্তর চক্রান্তের একটা একটা করে খোসা ছাড়ানো। পরবর্তীতে এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের পাশাপাশি চলে যায় ইডির কাঁধে। মূলত, ভুয়ো পাসপোর্টের মাধ্যমে চলা আর্থিক জালিয়াতির মামলাগুলির তদন্তভার পায় তারা।