Lottery: লটারিকাণ্ডে আরও তেড়েফুঁড়ে তদন্তে ED, এবার দিল্লিতে তলব সংস্থার দুই কর্তাকে

ED in Lottery Case: এবার এক লটারি সংস্থার শীর্ষ কর্তাদের দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহেই দিল্লিতে ডাক পড়েছে ওই সংস্থার কর্ণধার এবং এক ডিরেক্টরকে।

Lottery: লটারিকাণ্ডে আরও তেড়েফুঁড়ে তদন্তে ED, এবার দিল্লিতে তলব সংস্থার দুই কর্তাকে
ইডির তদন্ত

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 11, 2022 | 8:59 PM

নয়াদিল্লি: লটারিকাণ্ডে (Lottery) এবার আরও তেড়েফুঁড়ে তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার এক লটারি সংস্থার শীর্ষ কর্তাদের দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহেই দিল্লিতে ডাক পড়েছে ওই সংস্থার কর্ণধার এবং এক ডিরেক্টরকে। এর আগেও একবার ওই লটারি সংস্থার ডিরেক্টরকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ইডি সূত্রে খবর, ওই লটারি সংস্থার তরফে নির্বাচনী বন্ড ১৫০ কোটি টাকা জমা দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সংস্থার দুই শীর্ষ কর্তাকে।

লটারি ইস্যু নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সম্প্রতি লটারি ইস্যু নিয়ে খোঁচা দিয়েছেন। আর এরই মধ্যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক লটারি সংস্থার দুই শীর্ষ কর্তাকে ডেকে পাঠাল দিল্লিতে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল সংক্রান্ত মামলার তদন্তেও লটারি সংক্রান্ত বেশ কিছু তথ্য খতিয়ে দেখছেন কেন্দ্রীয় আধিকারিকরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের সম্পত্তির সঙ্গে বেশ কিছু লটারির হদিশ পাওয়া গিয়েছে। ওই লটারি অনুব্রত মণ্ডল বা তাঁর পরিবারের লোকেরা কেটেছিলেন কি না, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আর এরই মধ্যে লটারি সংস্থার দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্য উদ্ধার করার চেষ্টা করবেন ইডির অফিসাররা।

গরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খোঁজখবর চালাতেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। দেখা গিয়েছে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় ভূমিকা ছিল লটারির। সব মিলিয় অনুব্রত ও সুকন্যার একাধিক লটারি বিজেতা হিসেবে নাম উঠে আসার ঘটনা এখন ইডির আধিকারিকদের আতসকাচের তলায়। এখন দেখার লটারি সংস্থার দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে এই লটারি সংক্রান্ত ইস্যুতে নতুন কোনও তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসে কি না।