ED on SSKM: ‘এসএসকেএম-কে বিশ্বাস করি না’, হাইকোর্টে সওয়াল ED-র

ED on SSKM: কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসএসকেম -এ ভর্তি করা হয়েছে বালুকে। তাঁর দাবি, সেখানে দেখা করতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ ছিল সেই মামলার শুনানি।

ED on SSKM: 'এসএসকেএম-কে বিশ্বাস করি না', হাইকোর্টে সওয়াল ED-র
আদালতে সওয়াল ইডি-রImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 5:51 PM

কলকাতা: দুর্নীতি মামলায় যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন একাধিক হাই প্রোফাইল ব্যক্তি, তখন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-কে নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে প্রশ্ন। সেই রাজ্য সরকারি হাসপাতালের ওপর যে কোনও ভরসা নেই, সে কথা আদালতে স্পষ্ট জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে ইডি হেফাজতে থাকা সুজয়কৃষ্ণ ভদ্র ও বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে এসএসকেএম-এ। সেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চালানোর ব্যবস্থা করেছে ইডি। সেই নজরদারিতে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয়।

জেলবন্দি থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বালু। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। নিম্ন আদালতের নির্দেশ মেনে, সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চলছে বালুর কেবিনের বাইরে। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরোধিতা করেই হাইকোর্টে মামলা করেছেন মন্ত্রী।

এদিন শুনানিতে, আদালতে ইডি-র আইনজীবী বলেন, ‘এসএসকেএম-কে বিশ্বাস করি না।’ মেডিক্যাল রিপোর্টও দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডি-র কাছে জানতে চান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে কি সিসিটিভি প্রয়োজন? সিআরপিএফ-কেও কি ইডি বিশ্বাস করে না, সেই প্রশ্নও করেছেন বিচারপতি। শুক্রবার এ বিষয়ে হাইকোর্টে জানাবে ইডি। কেন্দ্রীয় সংস্থার প্রশ্ন, গ্রেফতার হওয়ার পর কী প্রাইভেসি থাকতে পারে?

সিসিটিভি-র বিকল্প হিসেবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কি না, তা দেখতে বলেছেন বিচারপতি। বিচারপতি বলেন, রেজিস্ট্রার থাকবে। সবাইকে দেখা করতে দেবেন না। কারা দেখা করছেন সেটা রেজিস্ট্রারে থাকবে। বালুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, যাঁরা অসুস্থ তাঁদের জন্য জেলের নিজস্ব আইন আছে। কারা দেখা করতে পারবেন সেখানে বলা আছে। সেটা এখানেও মানা হোক। শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে।