কলকাতা: গত ২ বছরে একাধিক দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কখনও নিয়োগ শিক্ষক দুর্নীতি, কখনও রেশন দুর্নীতি, কখনও আবার পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য তালাশ করতে কলকাতা ও অন্যান্য জেলায় ছুটে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবার ফের তল্লাশি শুরু শহরে। শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় পৌঁছে গিয়েছে সেই টিম।
এদিন রাজারহাটের কাশিনাথপুরে চন্দন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে হাজির হয় ইডি। শুরু হয়েছে তল্লাশি। বিলাসবহুল বাড়ির দোতলায় থাকেন ওই ব্যক্তি। তাঁরা বাড়িওয়ালা জানিয়েছেন, চন্দন জমি বাড়ির দালালি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। তাঁর বাড়িতেই গিয়েছে ইডি। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরাও। ইডি-র অন্যতম
অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টররে নেতৃত্বে চলছে তল্লাশি। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের সঙ্গে এই ব্যক্তির কোনও যোগাযোগ থাকতে পারে।
অন্যদিকে, তল্লাশি চলছে কলকাতায় নাগের বাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটে। কমল আগরওয়াল নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। প্রতিবেশীরা বলছেন, যাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তিনি অনেক দিন আগেই কমপ্লেক্স ছেড়ে চলে গিয়েছেন। নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি। আব্দুল আমিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তিনি পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন প্যারাটিচার। ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনী।