ED: মার্সিডিজ থেকে ল্যাম্বর্গিনি, কী নেই এই ইউটিউবারের! চোখে ধাঁধা লাগল ইডিরও

ED raids popular YouTuber Anurag Dwivedi: অনুরাগের বাড়ি উত্তর প্রদেশের উন্নাও জেলায়। গত ৭ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সংক্রান্ত ভিডিয়ো বানান তিনি। তাঁর ফলোয়ার সংখ্যাও নজরকাড়া। বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সেখানে বিলাসবহুল বাড়িও কিনেছেন। গতমাসে লখনউয়ের এক যুবতীকে দুবাইয়ে বিয়ে করেন অনুরাগ। সেখানে একটি ক্রুজে তাঁর বিয়ের ভিডিয়ো নজর কেড়েছিল।

ED: মার্সিডিজ থেকে ল্যাম্বর্গিনি, কী নেই এই ইউটিউবারের! চোখে ধাঁধা লাগল ইডিরও
ইউটিউবার অনুরাগ দ্বিবেদীImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 20, 2025 | 12:38 PM

কলকাতা ও নয়াদিল্লি: তিনি একজন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ উঠেছিল। আর তাঁর সম্পত্তির খোঁজে নেমে চোখ কপালে উঠল ইডির। বিলাসবহুল একাধিক গাড়ির খোঁজ পাওয়া গেল। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উত্তর প্রদেশের ইউটিউবার অনুরাগ দ্বিবেদীর প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তার মধ্যে রয়েছে ল্যাম্বর্গিনি, মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক দামি গাড়ি।

ইডির এই তদন্ত শুরুর পিছনে পশ্চিমবঙ্গ পুলিশেরও ‘হাত’ রয়েছে। শিলিগুড়িতে অবৈধ বেটিং অ্যাপ ব়্যাকেটের অভিযোগ উঠেছিল। সেই বেটিং অ্যাপ চক্রের মাধ্যমে প্রতারণা, জালিয়াতির অভিযোগ ওঠে। এফআইআর দায়ের হয়। এরপর তদন্তে নামে ইডি। সেই তদন্তে উঠে আসে অনুরাগ দ্বিবেদীর নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অবৈধ বেটিং অ্যাপের প্রচার করতেন। এর বদলে তাঁর বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। একাধিকবার তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। কিন্তু, তিনি হাজিরা এড়ান।

অনুরাগের বাড়ি উত্তর প্রদেশের উন্নাও জেলায়। গত ৭ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সংক্রান্ত ভিডিয়ো বানান তিনি। তাঁর ফলোয়ার সংখ্যাও নজরকাড়া। বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সেখানে বিলাসবহুল বাড়িও কিনেছেন। গতমাসে লখনউয়ের এক যুবতীকে দুবাইয়ে বিয়ে করেন অনুরাগ। সেখানে একটি ক্রুজে তাঁর বিয়ের ভিডিয়ো নজর কেড়েছিল।

অনুরাগ দ্বিবেদীর বাজেয়াপ্ত করা গাড়ি

বুধবার অনুরাগ ও তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায় ইডি। লখনউ, উন্নাও এবং নবাবগঞ্জের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই তল্লাশি অভিযানেই অনুরাগের ৪ কোটি টাকার ল্যাম্বর্গিনি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। BMW Z4 ও মার্সিডিজ বেঞ্জের মতো আরও তিনটি অত্যাধুনিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ফিক্সড ডিপোজিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিলেছে ৩ কোটি টাকা। সবমিলিয়ে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।