কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের একশো কোটির সম্পত্তির হদিশ আগেই পাওয়া গিয়েছিল। এবার ফের একশো কোটির সম্পত্তির সন্ধান পেল ইডি (Enforcement Directorate)। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার অয়ন শীলের (Ayan Sil) প্রায় একশো কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রের খবর। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত অয়ন শীলের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। ইতিমধ্যে বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত নথিও হাতে পেয়েছেন তদন্তকারীরা। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি ছুঁই ছুঁই বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এছাড়া অয়ন শীল, তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠদের মিলিয়ে প্রায় ৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গেছে বলেও ইডি সূত্রে খবর। ওই সব অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অয়ন শীলের সল্টলেকের ভাড়াবাড়িতে হানা দিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর গ্রেফতার করেছিল তাঁকে। অয়নের বাড়ি থেকে বেশ কিছু ওএমআর শিটও পাওয়া গিয়েছিল। আদালতে ইডির তরফে দাবি করা হয়েছিল, অয়ন শীল নাকি সোনার খনি। অয়নের গ্রেফতারিতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা সোনার খনি হাতে পেয়েছেন বলেই দাবি করা হচ্ছিল। এবার অয়নের সেই ‘সোনার খনি’তে ১০০ কোটির সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।
প্রসঙ্গত, অয়নের গ্রেফতারির পর থেকেই হুগলিতে পেট্রোল পাম্প সহ একাধিক সম্পত্তির বিষয়ে তথ্য উঠে আসছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসঙ্গও উঠে আসছে। যদিও অয়নের স্ত্রী কাকলি শীলের দাবি, তিনি পেট্রোল পাম্পের বিষয়টি জানলেও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য উঠে আসছে, সেই বিষয়ে কিছুই জানতেন না তিনি। কাকলি শীল সম্প্রতি টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন, যখন যা সই করতে হয়েছে, তিনি চোখ বুজে সই করে দিয়েছেন। তবে ইডি সূত্র মারফত অয়ন শীলের যে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে, তাতে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে, এত সম্পত্তির বহর নিয়ে।