ED on Ration Scam: আরও বড় বিপদে বালু? আগামী সপ্তাহে চার্জশিট পেশ করতে চলেছে ইডি

ED on Ration Scam: জানা যাচ্ছে, চার্জশিটে বাকিবুরকে মূল চক্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র ভূমিকার কথাও উল্লেখ থাকবে। বালুর আশীর্বাদেই চলত এই দুর্নীতি সেই তথ্য উল্লেখ থাকতে চলেছে।

ED on Ration Scam: আরও বড় বিপদে বালু? আগামী সপ্তাহে চার্জশিট পেশ করতে চলেছে ইডি
জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2023 | 11:14 AM

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিতে চলেছে ইডি। আগামী সপ্তাহেই বিশেষ ইডি আদালতে জমা পড়তে চলেছে চার্জশিট। সূত্রের খবর, এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম থাকতে চলেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটাকলের মালিক বাকিবুর রহমানের।

জানা যাচ্ছে, চার্জশিটে বাকিবুরকে মূল চক্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র ভূমিকার কথাও উল্লেখ থাকবে। বালুর আশীর্বাদেই চলত এই দুর্নীতি সেই তথ্য উল্লেখ থাকতে চলেছে। সূত্রের খবর, ইডি চার্জশিটে উল্লেখ থাকতে চলেছে রেশনে প্রায় তিরিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই অঙ্কের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির দাবি, জ্যোতিপ্রিয়র প্রভাবেই বাকিবুর দুর্নীতির টাকা কামাই করে সেই টাকা ঘুরপথে পাঠাতেন খাদ্যমন্ত্রীকে। চার্জশিটে এহেন বিস্ফোরক তথ্যই উল্লেখ করতে চলেছে ইডি।

প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতার করতেই তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারে গোয়েন্দারা। গ্রেফতার হন বালু। তাঁকে জেরা করতে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। গোয়ন্দারা জানতে পারেন বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেরায় ঋণ নেওয়ার কথা স্বীকার করেন জ্যোতিপ্রিয়।