Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: জেলমুক্তির পরেই বালুকে ‘ঘুরপথে’ প্যাঁচে ফেলল ইডি! আদালতে জমা পড়ল চার্জশিট

Ration Scam: তাদের দাবি, রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তের অ্য়াকাউন্টে এবং সেই দুর্নীতির 'লাভের গুড়ে' অংশীদারিত্ব রয়েছে এই তিন জনেরও।

Ration Scam: জেলমুক্তির পরেই বালুকে 'ঘুরপথে' প্যাঁচে ফেলল ইডি! আদালতে জমা পড়ল চার্জশিট
জ্যোতিপ্রিয় মল্লিক
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 3:20 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর ১৫ মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখন তিনি মুক্ত। নতুন বছরেই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন তিনি। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুনই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক।

তবে এবার সেই জেলমুক্তির পরই আবার যেন নতুন করে ‘ঘুরপথে’ প্রশ্নের মুখে পড়তে চলেছেন বালু। সোমবার রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। এই চার্জশিটে নাম রয়েছে খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের।

বালুর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষেরও। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, এরা দু’জনেই চালকলের মালিক। এছাড়াও চার্জশিটে নাম উল্লেখ রয়েছে বেশ কিছু সংস্থারও। সোমবার ইডির বিশেষ আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে এই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা।

তাদের দাবি, রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তের অ্য়াকাউন্টে এবং সেই দুর্নীতির ‘লাভের গুড়ে’ অংশীদারিত্ব রয়েছে এই তিন জনেরও। উল্লেখ্য, রেশন মামলার শুরু থেকেই জ্য়োতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্য়াকাউন্ট্যান্ট শান্তনুর কার্যকলাপে নজরদারি চালিয়েছিল তদন্তকারীরা। প্রথম থেকেই আদালতে তারা দাবি জানিয়েছিল যে দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে, তার হিসাব রাখতেন এই শান্তনু। পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হয়। এবার অবশেষে পেশ হল চার্জশিট।