Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক

তৃণমূলের প্রথম সারির নেতা। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠন মজবুত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে দলের কর্মী-সমর্থকদের কাছে বালুদা নামেই বেশি পরিচিত। ২০১১ সাল থেকে হাবড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। ১৯৫৮ সালের ২৬ মে জন্ম বালুর। তিনি স্নাতক পাশ। পাশাপাশি এলএলবি ডিগ্রিও রয়েছে।

তৃণমূলের শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বালু। দল প্রতিষ্ঠার সময় রেজিস্ট্রেশনেও স্বাক্ষর ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। এক সময় কলেজ স্ট্রিট দাপিয়ে বেড়ানো, কংগ্রেস করা বালুর উত্থানের সাক্ষী বহু রাজনীতিক। কখনও ধাক্কা খেয়েছেন, কখনও কোণঠাসা হয়েছেন। তবু জমি ছাড়েননি।

বিদ্যাসাগর কলেজের ছাত্র পরিষদের নেতা ছিলেন জ্যোতিপ্রিয়। মধ্য কলকাতায় কংগ্রেস রাজনীতি করলেও সোমেন মিত্র গোষ্ঠীর সঙ্গে তাঁর সংযোগ ছিল না খুব একটা। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ বলয়ে চলে আসেন বালু। সেই সময় তিনি অলোক দাসের সঙ্গে জুটি বেঁধে উত্তর ২৪ পরগনা জুড়ে সংগঠন করতেন। পরবর্তীতে ২০০১ সালে বিধায়ক হন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একসময় তিনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এরপর তিনি বনমন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু-কে গ্রেফতার করে ইডি। এই মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করেছে তারা। তাঁর গ্রেফতারির প্রায় সাড়ে তিন মাস পর মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Read More

Ration Scam: জেলমুক্তির পরেই বালুকে ‘ঘুরপথে’ প্যাঁচে ফেলল ইডি! আদালতে জমা পড়ল চার্জশিট

Ration Scam: তাদের দাবি, রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তের অ্য়াকাউন্টে এবং সেই দুর্নীতির 'লাভের গুড়ে' অংশীদারিত্ব রয়েছে এই তিন জনেরও।

Jyotipriya Mallick: আগে শরীর, পরে কাজ! দিদির আদেশ মাথায় রেখেই জেলমুক্তির পর প্রথমবার হাবড়ায় পা, গুচ্ছ কর্মসূচি জ্যোতিপ্রিয়র

Jyotipriya Mallick: রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রায় ১৫ মাস বন্দি জীবন কাটিয়েছেন। মুক্তির পরেই সল্ট লেকের বাড়িতে ভিড় জমিয়েছেন তাঁর অনুগামী উত্তর ২৪ পরগনার জেলার নেতারা। তারপরে এলাকার উন্নয়নে জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয়।

Jyotipriya Mallick: জেল থেকে ছাড়া পেতেই বিধানসভার কমিটিতে ঠাঁই! বিধায়ক হিসাব আবার কাজ করবেন জ্যোতিপ্রিয়

Jyotipriya Mallick: তৃণমূল জমানায় শুরু থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে বিধানসভার কোনও কমিটিতে ছিলেন না তিনি। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরে মন্ত্রিত্ব খোয়াতে হয় জ্যোতিপ্রিয়কে। আর তারপরে এই আবার বিধানসভায় এলেন।

Jyotipriya Mallick: জামিন পেয়ে ফের বিধানসভায় বালু, কথা বললেন স্পিকারের সঙ্গে, যোগ দেবেন বাজেট অধিবেশনেও

Jyotipriya Mallick: এদিন আবার জীবনকৃষ্ণ সাহা বালুকে দেখেই পায়ে দিয়ে প্রণামও করেন। যান সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে। সূত্রের খবর, সেখানে বেশ কিছু সময় ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেখানে বসে চানাচুর, বিস্কুট, চা এবং জল খান বালু।

Ration Scam: ‘সবাই তো জামিন পেয়ে যাচ্ছে…’, হাইকোর্টে মামলা শোনাতে মরিয়া ED

Calcutta High Court: রাজ্যের হাত থেকে রেশন মামলার তদন্ত হাতে পেতে প্রায় আট মাস আগে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু ইতিমধ্যে মামলা তিন বিচারপতির ঘর ঘুরে গেলেও শুনানি শেষ হয়নি। শুধু রাজ্যের হাতে থাকা তদন্তে স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট।

Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার বালুর, হঠাৎ কী হল?

Jyotipriya Mallick: রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বেড়েছিল চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে বালুর বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র চিকিৎসায় খাটানো হচ্ছে প্রভাব? SSKM এর চিকিৎসায় অসন্তোষ প্রকাশ আদালতের

Jyotipriya Mallick: প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কিডনির একটি বিশেষ পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি ছিল এদিন। সেখানেই আদলতের প্রশ্নে যে এসএসকেএমের উপর চাপ আরও বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।