AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotipriya Mallick: আগে শরীর, পরে কাজ! দিদির আদেশ মাথায় রেখেই জেলমুক্তির পর প্রথমবার হাবড়ায় পা, গুচ্ছ কর্মসূচি জ্যোতিপ্রিয়র

Jyotipriya Mallick: রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রায় ১৫ মাস বন্দি জীবন কাটিয়েছেন। মুক্তির পরেই সল্ট লেকের বাড়িতে ভিড় জমিয়েছেন তাঁর অনুগামী উত্তর ২৪ পরগনার জেলার নেতারা। তারপরে এলাকার উন্নয়নে জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয়।

Jyotipriya Mallick: আগে শরীর, পরে কাজ! দিদির আদেশ মাথায় রেখেই জেলমুক্তির পর প্রথমবার হাবড়ায় পা, গুচ্ছ কর্মসূচি জ্যোতিপ্রিয়র
ফের পুরনো মেজাজে জ্যোতিপ্রিয় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 12:52 PM
Share

কলকাতা: কয়েকদিন আগে গিয়েছিলেন বিধানসভায়। কথা বলেন পুরনো সতীর্থদের সঙ্গে। কাটান সময়। বিধানসভায় ফেরার ‘ফরম্যালিটিও’ শেষ করেন। এবার জেল মুক্তির পরে প্রথমবারের জন্য নিজের বিধানসভায় হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আগেই শোনা দিয়েছিলেন সরস্বতী পুজোর পরে নিজের বিধানসভা এলাকায় যেতে পারেন তিনি। সূত্রের খবর, আগামী রবিবার ৯ ফেব্রুয়ারি হাবড়ায় যাবেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। পুরসভার দলীয় কাউন্সিলরদের সঙ্গে দেখা করবেন তিনি। বৈঠক করবেন।

একইসঙ্গে পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। সেখানে তিনটি পঞ্চায়েত এলাকায় বনভোজনে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, শরীরকে গুরুত্ব দিয়েই ধীরে ধীরে কর্মসূচি শুরু করার জন্য বালুকে পরামর্শ দিয়েছেন তাঁর দিদি। সেইভাবেই আবার সক্রিয় হবেন জ্যোতিপ্রিয়। দিদির কথা মাথায় রেখেই হাবড়ায় যাওয়া তাঁর।

রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রায় ১৫ মাস বন্দি জীবন কাটিয়েছেন। মুক্তির পরেই সল্ট লেকের বাড়িতে ভিড় জমিয়েছেন তাঁর অনুগামী উত্তর ২৪ পরগনার জেলার নেতারা। তারপরে এলাকার উন্নয়নে জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয়। আর এবার সশরীররে হাবড়ার যাওয়া তাঁর। সোজা কথায়, ধীরে ধীরে ফের সক্রিয় রাজনীতির আঙিনায় ফিরছেন বঙ্গ রাজনীতির বালু। বিধানসভা ভোটে আগে তৃণমূলের জন্য তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের।