
কলকাতা: গেমিং অ্যাপ 1xBet মামলায় এবার প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শুধু তাই নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ক্রিকেটার যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, অভিনেত্রী উর্বশী রউতেলা, সোনু সুদেরও। বাজেয়াপ্ত করা হয়েছে সুদের টাকাও। মোট ৭ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধেই জেনে শুনে নিষিদ্ধ গেমিং অ্যাপের হয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।
এদিকে ‘ওয়ানএক্স বেট’ নামের ওই অনলাইন গেমিং-বেটিং অ্যাপটিকে আরও বেশ কয়েকটি অ্যাপের সঙ্গে আগেই অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, তারপরেও ওই অ্যাপের জন্য প্রচারে যুক্ত ছিলেন দেশের একঝাঁক নামজাদা ব্যক্তিত্ব। বিনোদন জগৎ থেকে ক্রীড়া জগৎ নানা ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বদের নাম সামনে আসে। তাঁদের সঙ্গে ঠিক কী চুক্তি হয়েছিল, কত টাকা নিয়েছিলেন সবই জানতে তাঁদের দফায় দফায় তলবও করেন ইডি-র তদন্তকারীরা। এ ঘটনায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দীর্ঘ চাপানউতোরও হয়। আর্থিক দুর্নীতি বিরোধী আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিভুক্ত হয় বলে জানা যায়।
দিল্লিতে ইডির সদর দফতরে ডাক পেয়েছিলেন অঙ্কুশ। আগে আবার ওয়ানএক্স বেট অ্যাপের ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন উর্বশী রউতেলা। ডাক পেয়েছিলেন তিনিও। এবার একেবারে বড়সড় পদক্ষেপ করতে দেখা গেল ইডি-কে। তবে শুধু একটি বেটিং অ্য়াপ নয়, একাধিক বেটিং অ্যাপের হয়েই বহু নামজাদা ব্যক্তিত্বের বিরুদ্ধে প্রচার চালনোর অভিযোগ ওঠে। এ বছরের মাঝামাঝি সময়ে মোটি ২৯ জনের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা মামলাও রুজু করে বলে জানা যায়।