কলকাতা: মোবাইল অ্যাপ গেম মামলায় হাইকোর্টে জয় ইডি’র (ED)। ব্যাঙ্কশাল আদালতের শর্তের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের। ব্যাঙ্কশাল আদালতের শর্ত বাতিল চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) ইডি। প্রধান বিচারপতি অনুমতি সাপেক্ষে রবিবার বসে কোর্ট। ইডি জিজ্ঞাসাবাদের ‘শর্ত’ বাতিল করে দিলো হাইকোর্ট। ব্যাঙ্কশাল আদালতের দেওয়া শর্ত বাতিল করে দিল হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ, ইডি জিজ্ঞাসাবাদ করবে অভিযুক্ত রুমেন আগরওয়ালকে। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়োগ্রাফি হবে বলেও জানা যাচ্ছে। অভিযুক্ত জিজ্ঞাসাবাদ পর্বের দিনে আধ ঘন্টা তাঁর পছন্দের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে জানা যাচ্ছে।
এদিন শুনানির সময় বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ,নাগরিকের মৌলিক অধিকার ও তদন্তকারী সংস্থার রহস্যভেদ,এই দুইয়ের মধ্যে সমতা থাকা দরকার। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের পছন্দের আইনজীবীর উপস্থিতি মানে এটা নয় জিজ্ঞাসবাদের সম্পূর্ণ সময় অভিযুক্তের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর আইনজীবী।
প্রসঙ্গত, অ্যাপ গেম কেসে আমির খান ঘনিষ্ঠ ব্যবসায়ী রুমেন আগরওয়ালকে আগেই গ্রেফতার করে ইডি। এরপর তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। কিন্তু, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক শর্ত দেয় আদালত। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় ইডি। এই মামলাতেই বড় জয় পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় আমির খানের বাড়িতে অভিযান চালিয়ে ইডি উদ্ধার করেছিল ১৭ কোটিরও বেশি টাকা। তবে তারপর থেকে টাকা উদ্ধারে বিরাম নেই। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি। অভিযান চালানো হয়েছে আমির খানের সল্টলেকের অফিসেও। আমিরের সূত্রে ধরে গ্রেফতার হওয়া আরও একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট থেকেও উদ্ধার হয় কোটি কোটি টাকা। এবার রুমেন আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করে ইডি-র তদন্তকারী আধিকাররিকরা নতুন করে তথ্য পান কিনা এখন সেটাই দেখার।