Sacked teachers meeting: কিছুক্ষণ পরই এসএসসি ভবন অভিযান শুরু চাকরিহারাদের, বিকেলে ব্রাত্যর সঙ্গে বৈঠক
Sacked teachers meeting: জানা গিয়েছে, এদিনের বৈঠকে একাধিক দাবি জানাতে পারেন চাকরিহারারা। তাঁদের প্রথম দাবি, স্বেচ্ছাশ্রম নয়, সসম্মানে বেতন চাই। দ্বিতীয়ত, স্কুলে যাবেন কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা চাই। তৃতীয়ত, সব মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস। শিক্ষকদের আপাতত স্বেচ্ছাশ্রমের আবেদন। তারপরও দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার মিছিল করেছেন তাঁরা। শুক্রবারও পথে নামছেন। একইসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক করবেন চাকরিহারাদের প্রতিনিধিরা।
সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁদের আশ্বাস দেন। যোগ্যদের পাশে রাজ্য সরকার রয়েছে বলে বার্তা দেন তিনি।
তবে আন্দোলনের পথ থেকে সরে আসছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। এদিন স্কুল সার্ভিস কমিশন(এসএসসি) ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। বেলা ১২টায় করুণাময়ী থেকে শুরু হবে মিছিল। সেখান থেকে মিছিল যাবে এসএসসি ভবন। চাকরিহারাদের এই মিছিলের জন্য পুলিশে পুলিশে ছয়লাপ এসএসসি ভবন চত্বর। এদিন সকাল থেকেই এসএসসি ভবনের সামনে বন্দুকধারী পুলিশের ভিড়। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে করুণাময়ী থেকে শুরু করে উইপ্রো মোড়, সল্টলেকের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রয়েছে পুলিশ। লাঠি হাতে পুলিশ তো রয়েছেই। পুলিশের সঙ্গে দেখা গেল কাঁদানে গ্যাসের শেল। এসএসসি ভবনে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা আজ থাকবেন দায়িত্বে।
এসএসসি ভবন অভিযানের শেষে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বিকেল ৩টেয় ওই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে শিক্ষাসচিব ও এসএসসি চেয়ারম্য়ানেরও থাকার কথা। ওই বৈঠকে চাকরিহারাদের ১১ জন প্রতিনিধি থাকবেন। অনশনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের অভিযোগ, শাসক ঘনিষ্ঠ কিছু অসৎ শিক্ষকদের ডেকে সেটিংয়ের চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে কী কী দাবি জানাতে পারেন চাকরিহারারা-
জানা গিয়েছে, এদিনের বৈঠকে একাধিক দাবি জানাতে পারেন চাকরিহারারা। তাঁদের প্রথম দাবি, স্বেচ্ছাশ্রম নয়, সসম্মানে বেতন চাই। দ্বিতীয়ত, স্কুলে যাবেন কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা চাই। তৃতীয়ত, সব মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। চতুর্থত, রিভিউ পিটিশন যাতে দ্রুত সুপ্রিম কোর্টের প্রক্রিয়ায় আনা যায়, তার ব্যবস্থা করতে হবে। এছাড়া যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার দাবি জানাবেন চাকরিহারারা।
চাকরিহারাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বার্তা দিতে পারেন যে, আইনি অনুমতি পেলেই মিরর ইমেজ আপলোড করা হবে। শিক্ষকদের বেতন নিয়ে দুশ্চিন্তা না করার বার্তা দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী আশ্বাসের পর শিক্ষকদের ধৈর্য ধরার জন্য বলতে পারেন শিক্ষামন্ত্রী। যোগ্য-অযোগ্য তালিকা আগেই জমা দিয়েছে এসএসসি। দুঁদে আইনজীবীরা সওয়াল করবেন বলে চাকরিহারাদের আশ্বাস দিতে পারেন ব্রাত্য।

