কলকাতা: বুধবার থেকে দুর্যোগ চলছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই সবের মধ্যে আবার চলছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন অনেকে। পরীক্ষা কীভাবে দেবেন সেই ভেবে চিন্তিত পড়ুয়ারা। তাই সমস্যার সমাধানে লাগাতার ফোন যাচ্ছে ‘এক ডাকে অভিষেক’-এ। আর পড়ুয়াদের অসুবিধার কথা জানতে পেরেই তড়িঘড়ি পদক্ষেপও করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ফোন পেয়ে সমস্যার কথা শুনে নিলেন ব্যবস্থাও। সেই বিষয়টি বুধবার নিজেই টুইট করে লিখেছেন অভিষেক।
নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লিখেছেন যে, উত্তরবঙ্গের একাধিক এলাকার বাসিন্দারা ফোন করছেন। তাঁরা জানাচ্ছেন, ঝড়বৃষ্টি, দুর্যোগের জেরে বহু এলাকায় কারেন্ট নেই। সেই কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। ফোন পেয়েই তাই তিনি দ্রুত বিদ্যুৎ দফতরে ফোন করেছেন। যাতে খুব শীঘ্রই এই সমস্যা মেটানো যায়। যে সমস্ত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়েছে সেখানে মেরামতির জন্য সেখানে লোক পাঠানো হয়েছে। অন্তত ২৫০ জন কাজে লেগে পড়েছেন। আর ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই আলো ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।
Got emergency distress calls on #EkDaakeAbhishek regarding power cuts due to stormy weather in many areas of Alipurduar, Jalpaiguri & Cooch Behar today.
Keeping the ongoing HS examinations in mind, I have already spoken to the Minister in Charge-Power @aroopbiswasaitc . (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) March 15, 2023
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত ভোটে। তাই আরও বেশি জন সংযোগে জোর দিচ্ছে তৃণমূল। সম্প্রতি পৈলানে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রকাশয মঞ্চ থেকে হেল্প লাইন নম্বর দেন। নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। এই নম্বরে এলাকাবাসীকে তাঁদের যাবতীয় সমস্যার কথা জানাতে বলেন সাংসদ অভিষেক। সাংসদের দাবি, বর্তমানে এই হেল্প লাইন নম্বরে জরুরি ভিত্তিতে বহু মানুষ তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন, সমাধান চাইছেন।