Ekbalpur: মধ্যরাতে আচমকাই বিকট শব্দ, ইকবালপুরে বহুতলের নীচে যুবকের দেহ

Ekbalpur: ইকবালপুরের সুধীর বোস লেনের বাসিন্দারা জানান, বুধবার গভীর রাতে তাঁরা একটা বিকট শব্দ শুনতে পান। সেই শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন।

Ekbalpur: মধ্যরাতে আচমকাই বিকট শব্দ, ইকবালপুরে বহুতলের নীচে যুবকের দেহ
একবালপুরে যুবকের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 2:19 PM

কলকাতা: আচমকাই মধ্য রাতে ওপর থেকে ঝপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন কয়েকজন। তৎক্ষণাৎ কয়েকজন এসে দেখেন বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক। বহুতলের নীচ থেকে উদ্ধার এক যুবকের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইকবালপুর সুধীর বোস লেনে। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

ইকবালপুরের সুধীর বোস লেনের বাসিন্দারা জানান, বুধবার গভীর রাতে তাঁরা একটা বিকট শব্দ শুনতে পান। সেই শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁরা দ্রুত আশপাশের দোকানি ও বাসিন্দাদের খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় ক্লাবের সদস্যদেরও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে যুবকের। তবে ওই যুবক কীভাবে ওপর থেকে পড়ে গেলেন, আদৌ আত্মহত্যা, নাকি তাঁকে ওপর থেকে কেউ ঠেলে ফেলে দিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আপাতত পুলিশ ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।

কিছুদিন আগেই আলিপুরে বহুতলের নীচ থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। হোমিসাইড শাখার তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন। সিদ্ধার্থ শর্মা নামে ওই যুবকেরও কীভাবে ওপর থেকে পড়ে মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তার মধ্যেই এই ঘটনা।