Elderly couple harassed by Police: ‘কতবার আসতে পারেন দেখব, রোজ ডাকব’, থানায় ডেকে ক্যানসার আক্রান্ত বৃদ্ধকে ‘হুমকি’ পুলিশের

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Dec 14, 2024 | 4:17 PM

Elderly couple harassed by Police: সত্তরোর্ধ্ব ওই দম্পতির বক্তব্য, তাঁদের বাড়িতে এক যুবক বাড়িভাড়া নিয়েছিলেন। কিন্তু, কিছু সমস্যার কারণে তাঁকে বাড়ি ছাড়তে বলেন। ওই ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন। লেক থানার পুলিশ ৪১ এ নোটিস জারি করে বাড়িওয়ালাকে থানায় ডেকে পাঠায়।

Elderly couple harassed by Police: কতবার আসতে পারেন দেখব, রোজ ডাকব, থানায় ডেকে ক্যানসার আক্রান্ত বৃদ্ধকে হুমকি পুলিশের
পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেছেন ওই বৃদ্ধ দম্পতি

Follow Us

কলকাতা: বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার ঝামেলা। আর সেই ঝামেলা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভাড়াটিয়া। তারই জেরে থানায় ডেকে বৃদ্ধ দম্পতিকে হেনস্থার অভিযোগ উঠল লেক থানার পুলিশের বিরুদ্ধে। পুলিশ ওই বৃদ্ধ দম্পতির কাছে টাকা চায় বলে অভিযোগ। পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন দম্পতি।

শেখর ভৌমিক ও ছবি ভৌমিক নামে সত্তরোর্ধ্ব ওই দম্পতির বক্তব্য, তাঁদের বাড়িতে এক যুবক বাড়িভাড়া নিয়েছিলেন। কিন্তু, কিছু সমস্যার কারণে তাঁকে বাড়ি ছাড়তে বলেন। ওই ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন। লেক থানার পুলিশ ৪১ এ নোটিস জারি করে শেখর ও ছবিকে থানায় ডেকে পাঠায়। শেখর ভৌমিক ক্যানসার আক্রান্ত। তারপরও ২ দিন আগে অ্যাম্বুল্যান্সে স্ত্রীর সঙ্গে থানায় যান। তাঁর স্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ওই দম্পতির অভিযোগ, পুলিশ তাঁদের কাছে টাকা চেয়েছে। ছবি ভৌমিক বলেন, “পুলিশ অফিসার আমাদের বলেন, কতবার আসতে পারেন দেখব। আপনাদের রোজ ডাকব।” আগামী ১৭ ডিসেম্বর ওই বয়স্ক দম্পতিকে ফের থানায় তলব করা হয়েছে।

এরপরই পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধ দম্পতি। আগামী সোমবার মামলার শুনানি।

এই খবরটিও পড়ুন

আইন অনুযায়ী সাত বছরের নীচে শাস্তিযোগ্য অপরাধে নোটিস দিয়ে ডাকা বাধ্যতামূলক। শীর্ষ আদালতের গাইডলাইন রয়েছে যে, যাঁকে তলব করা হবে, তিনি যদি বৃদ্ধ হন সেক্ষেত্রে বাড়িতে গিয়ে কথা বলতে হবে। আর মহিলাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মহিলা অফিসার থাকতে হবে। কিন্তু এই ঘটনায় ওই বৃদ্ধাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, কোনও মহিলা অফিসার ছিলেন না। সামান্য বাড়িভাড়াকে কেন্দ্র করে ঝামেলার জন্য কেন অ্যাম্বুল্যান্সে করে ওই বৃদ্ধকে ডাকা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

Next Article