Naktala: পুকুর থেকে প্রৌঢ়ের নিথর দেহ উদ্ধার! উৎসবের আবহেই শোরগোল নাকতলায়

Kolkata: যদিও পুরো ঘটনা খতিয়ে দেখছে নেতাজি নগর থানার পুলিশ। তাঁরাই জলাশয় থেকে ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Naktala: পুকুর থেকে প্রৌঢ়ের নিথর দেহ উদ্ধার! উৎসবের আবহেই শোরগোল নাকতলায়
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 21, 2025 | 5:35 PM

নাকতলা: এক মাস আগে মৃত্যু হয়েছে দিদির। তারপর থেকেই বিষাদের ছায়া গোটা পরিবারে। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৫৫ বছরের ভাই। এবার তাঁরই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নাকতলার মুক্তপুকুরে। পুজোর আবহেই বিষাদের ছায়া এলাকায়। মৃতের নাম প্রীতম চৌধুরী। পরিবার সূত্রে খবর, সোমবার কালীপুজোর রাতে বাড়ির সিংহভাগ সদস্য়ই পাড়ার পুজোয় গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এসে আর দেখতে পাননি প্রীতমকে। বাড়ির লোকজনই প্রতিবেশীদের খবর দেন। সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করেও দেখা মেলেনি প্রীতমের। খোঁজ-খবর চলে আশপাশের এলাকাতেও। কিন্তু কোনও লাভ হয়নি।

ভোরের দিকে প্রীতম চৌধুরীর ভাই ঘর থেকে বেরিয়ে দেখেন বাড়ির উল্টো দিকে জলাশয় ভেসে রয়েছে দাদার দেহ। তাঁর চিৎকারেই ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে। পরিবার সূত্রে খবর, রাতে ভাত খাবেন বলে ব্রাশ করছিলেন প্রীতম। ব্রাশ করতে করতে তিনি পুকুরের দিকে গিয়েছিলেন। তখনই কোনওভাবে পা হড়কে পড়ে গিয়ে থাকতে পারেন। 

যদিও পুরো ঘটনা খতিয়ে দেখছে নেতাজি নগর থানার পুলিশ। তাঁরাই জলাশয় থেকে ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। একইসঙ্গে কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের। পাড়ার লোকজন যদিও বলছেন, দিদির মৃত্যুর পর থেকেই মানসিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন প্রীতম বাবু। ভাল ছিল না মন। তাই সেখান থেকে কোনওভাবে অন্যমনস্ক হয়ে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।