Election Commission on SIR: বাংলার SIR-এও ‘ক্ষমতা বহির্ভূত নিয়োগ’, কড়া পদক্ষেপ কমিশনের

SIR in Bengal: বিডিও দ্বারা নিযুক্ত সেই 'অতিরিক্ত এইআরও'দের সমস্ত প্রকারের কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত — যা তাঁরা এতদিন নিয়েছেন, সেগুলিকেও 'বাতিল' করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সিইও দফতর ও মুখ্যসচিবের কাছেও ৪৮ ঘণ্টার মধ্য়ে রিপোর্ট চেয়েছে কমিশন।

Election Commission on SIR: বাংলার SIR-এও ক্ষমতা বহির্ভূত নিয়োগ, কড়া পদক্ষেপ কমিশনের
বাঁদিকে নবান্ন, ডানদিকে নির্বাচন কমিশনImage Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: Avra Chattopadhyay

Jan 26, 2026 | 11:19 AM

কলকাতা: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে বিতর্ক সেই নিয়োগ ঘিরে। যা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার সেই ‘বেআইনি নিয়োগের’ বিরুদ্ধে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বসিরহাট-২ ব্লকের বিডিও তথা AERO সুমিত প্রতিম প্রধানকে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। পাশাপাশি, তাঁকে সমস্ত রকমের ভোটার পরিমার্জন সংক্রান্ত কাজ থেকেও অব্যাহতি দিয়েছে কমিশন।

রবিবার এই ‘অনিয়ম’ নিয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই চিঠিতে অভিযুক্ত বিডিও তথা এইআরও-র বিরুদ্ধে ১১ জন ‘অতিরিক্ত এইআরও’-র বেআইনি নিয়োগের অভিযোগ তুলল তারা। নির্বাচন কমিশনের মতে, তাঁর এমন নিয়োগের কোনও ক্ষমতাই নেই। তারপরেও অভিযুক্ত বিডিও ‘স্বতঃপ্রণোদিত’ নোটিস জারি করে শুনানি পর্ব পরিচালনা করছিলেন।

জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে আরও উল্লেখ করেছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০এর ১৩সি ধারার সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করেছেন বিডিও সুমিত প্রতিম প্রধান। ক্ষমতার বাইরে গিয়ে এই নিয়োগকে ‘অনিয়ম’ বলেই দাগিয়েছে তারা। এমনকি বিডিও দ্বারা নিযুক্ত সেই ‘অতিরিক্ত এইআরও’দের সমস্ত প্রকারের কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত — যা তাঁরা এতদিন নিয়েছেন, সেগুলিকেও ‘বাতিল’ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সিইও দফতর ও মুখ্যসচিবের কাছেও ৪৮ ঘণ্টার মধ্য়ে রিপোর্ট চেয়েছে কমিশন।

কমিশনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বিজেপি সজল ঘোষ। এদিন টিভি৯ বাংলাকে তিনি বলেন, ‘সুষ্ঠ ভাবে এসআইআর করার জন্য এই প্রথম কোনও সদর্থক পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সব কিছু সুষ্ঠভাবে করতে গেলে কঠিন হওয়া প্রয়োজন। এটা সেই কঠিনতার প্রথম ধাপ। এবার দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ করে। ‘