প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী, অনুমতি কমিশনের

সাধারণ ভোটাররা এই নির্দেশের পর আরও আতঙ্কিত বোধ করবেন না তো!

প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী, অনুমতি কমিশনের
ছবি- টুইটার

|

Mar 29, 2021 | 8:54 PM

কলকাতা: প্রথম দফার ভোটে কর্তব্য পালনে নেমে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আহত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সদস্যরা। যা নিয়ে এ দিন সোমবার ক্ষোভপ্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, দ্বিতীয় দফার আগে কড়া বার্তা দিয়ে কমিশন জানিয়েছে, প্রয়োজন বিশেষে আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারে কেন্দ্রীয় সরকারের আধাসেনা বাহিনী।

সাধারণ পুলিশ হোক বা অন্য কোনও বাহিনী, সবার ক্ষেত্রেই একটা নিয়ম বহাল থাকে। সেটা হল, আত্মরক্ষার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে তারা গুলিও চালাতে পারবে। বস্তুত সেই নিয়মের কথাই সোমবার মনে করিয়ে দিয়েছেন বিশেষ পর্যবেক্ষকরা।

কমিশনের তরফে জানানো হয়েছে, পটাশপুরের ঘটনায় তারা অত্যন্ত বিরক্ত। প্রশ্ন তোলা হয়েছে। কীভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হতে পারে? এই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে আধাসেনা যে প্রয়োজন হতে গুলিও ছুড়তে পারে, সেই ‘অনুমতি’ কার্যত দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের আগে দ্বর্থ্যহীন ভাষায় এ দিন কমিশন জানিয়ে দিয়েছে, কোনও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হলে আত্মরক্ষার স্বার্থে তারা গুলি পর্যন্ত চালাতে পারবেন হামলাকারীদের উপর।

বিস্তারিত পড়ুন: দ্বিতীয় দফায় একটি অতিরিক্ত আসন, বাড়তি ৭ হাজার সেনা পাঠাল কমিশন

যদিও ইতিপূর্বে কমিশনের এহেন অনুমতি দেওয়ার নজির প্রায় নেই বললেই চলে। ফলে প্রশ্ন উঠছে, সাধারণ ভোটাররা এই নির্দেশের পর আরও আতঙ্কিত বোধ করবেন না তো!

আরও পড়ুন: খুন নয়, আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি কর্মী, বিবেক দুবের রিপোর্ট কমিশনে