SIR Hearing Updates: ভোটার হিয়ারিং-এ না যেতে পারলে কী হবে? কোথায় হবে শুনানি?

SIR UPDATES: ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। এবার শুনানি শুরু হচ্ছে। নাম রয়েছে, এমন ভোটারদের নিয়ে কোনও প্রশ্ন থাকলে, তাঁদেরকেও ডাকা হবে শুনানিতে। সংখ্যাটা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে। সেই শুনানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। কোথায়, কীভাবে শুনানি হবে, তা জানতে চান অনেকেই।

SIR Hearing Updates: ভোটার হিয়ারিং-এ না যেতে পারলে কী হবে? কোথায় হবে শুনানি?
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2025 | 1:05 PM

কলকাতা: এনুমারেশন ফর্ম জমা পড়ার পর প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। কোন ভোটারের নাম রয়েছে, কার নাম বাদ পড়েছে, তা প্রত্যেকেই দেখে নিতে পারছেন অনলাইনে। ওয়েবসাইটে দেখতে অসুবিধা হলে সাহায্য করছেন বিএলও-রা। প্রথম ধাপের সেই প্রক্রিয়া শেষে এখন হিয়ারিং বা শুনানির পালা। বাড়ি বাড়ি পৌঁছবে নোটিস। যাঁদের নাম নিয়ে প্রশ্ন আছে, তাঁদেরই ডাকা হবে শুনানিতে। কোথায় হবে সেই শুনানি? সেখানে কারা থাকবেন? এই সব বিষয়ে এবার নির্দেশিকা দিল কমিশন।

শুনানি নিয়ে জেলাগুলিকে ৬ দফা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

১. শুনানির জন্য দুটি নোটিস ইস্যু করা হবে। একটি নোটিস সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে। আর একটি নোটিস বিএলও সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সই করে নিজের কাছে রেখে দেবেন।

২. নোটিস পাওয়ার পর শুনানিতে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে।

৩. জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-র অফিস তথা সরকারি অফিসে এই শুনানি কেন্দ্র হবে।

৪. শুনানির জায়গায় প্রতিদিন সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে শুনানি করতে পারবেন আধিকারিকরা। উপস্থিত থাকবেন ইআরও, এইআরও-রা।

৫. শুনানি কেন্দ্রে থাকতে হবে বসার জায়গা, জেরক্স করার জায়গা, জলের ব্যবস্থা।

৬. সংশ্লিষ্ট ভোটারকেই হিয়ারিং-এর সময় উপস্থিত থাকতে হবে। যদি কোনও কারণে নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত থাকতে না পারেন, তাহলে সেই তারিখ বদলানো যেতে পারে। তবে কোনও ভোটার অসুস্থ থাকলে, তিনি শুনানিতে যাবেন কীভাবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা নেই।