Panchayat Election : পঞ্চায়েতে ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ কমিশনের, নির্বাচনী নির্ঘণ্ট কবে?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Feb 24, 2023 | 7:21 PM

Panchayat Election : প্রসঙ্গত, শতাংশের বিচারে ২০১৮ সালের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ।

Panchayat Election : পঞ্চায়েতে ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ কমিশনের, নির্বাচনী নির্ঘণ্ট কবে?
রাজ্য নির্বাচন কমিশন

Follow Us

কলকাতা : কাউন্টডাউন চলছিলই। এবার জোরকদমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু প্রশাসনিক মহলে। এবার এল পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) জন্য আসন সংরক্ষণের কাজ শেষ হয়েছে, ভোটারদের খসড়া তালিকাও প্রকাশ হয়েছে। এরইমধ্যে ভোট কর্মীদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission)। সূত্রের খবর, এই কাজে কিছু ফরম্যাটে বদল করারও নির্দেশ এসেছে। নির্দেশ পৌঁছেছে জেলাশাসকদের কাছে। ভোট কর্মীদের তালিকা যাতে সে ভাবেই পাঠানো হয় সে কথা বলা হয়েছে নির্দেশিকায়। ওয়াকিবহাল মহলের ধারণা, জল যে দিকে গড়াচ্ছে তাতে ভোটের যে আর বেশি দেরি নেই সেই ইঙ্গিতই দিচ্ছে নির্বাচন কমিশন। যে ভাবে ভোটের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলা হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টও প্রকাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত, শতাংশের বিচারে  ২০১৮ সালের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিল ৫,০৮,৩৫০০২ জন। ২০২৩ সালে তা বেড়ে হচ্ছে ৫,৬৬,৮৬,১১৯ জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। 

ভোটার সংখ্যা বাড়ার ফলে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ২০১৮ সালের তুলনায় এবার আসনও বেড়েছে অনেকটা। কমিশন সূত্রে খবর, এবার ৬৩ হাজার ২২৯টি আসনে পঞ্চায়েত নির্বাচন হবে। অন্যদিকে ভোটকে সামনে রেখে বিগত কয়েক মাস আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। নির্বাচনে আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। কোমর বেঁধে ভোটপ্রচারে নেমে পড়েছে সব দলের তাবড় তাবড় নেতারা। এরইমধ্যে এবার সম্পূর্ণ নির্ঘণ্ট কবে প্রকাশ হয় এখন সেটাই দেখার। 

Next Article