Election Commission: আচমকা রাজ্যে হাজির কমিশনের তিন অফিসার, পৌঁছে যাচ্ছে সোজা ভোটারদের কাছে
SIR in Bengal: কমিশন সূত্রে খবর, বুধবার কলকাতার বেলেঘাটা অঞ্চলে পৌঁছে গিয়েছিলেন ওই তিন অফিসার। সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, প্রয়োজনে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বা কোনও নথি দেখতেও চাইতে পারেন। তাঁরা বৃহস্পতিবার কোথায় যাবেন, তা জানে না সিইও দফতরও।

কলকাতা: দফায় দফায় পশ্চিমবঙ্গে নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন! সম্প্রতি পর্যবেক্ষক দল এসেছে রাজ্যে। সবদিক খতিয়ে দেখছেন সেই পর্যবেক্ষকরা। প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ইআরও ও বিএলও-দের। এর মধ্যে শহরে হাজির জাতীয় নির্বাচন কমিশনে তিন অফিসার। তাঁদের গতিবধি সম্পর্কে খবর নেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের।
কমিশন সূত্রে খবর, বুধবার কলকাতার বেলেঘাটা অঞ্চলে পৌঁছে গিয়েছিলেন ওই তিন অফিসার। সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, প্রয়োজনে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বা কোনও নথি দেখতেও চাইতে পারেন। তাঁরা বৃহস্পতিবার কোথায় যাবেন, তা জানে না সিইও দফতরও।
এদিকে, বৃহস্পতিবারই সব বিএলও-দের নিয়ে বৈঠকে বসার কথা ইআরও-দের। বিএলও-দের সিইও অফিস অভিযানের পরিকল্পনা রয়েছে এদিন। আর সেদিনই রাজ্য জুড়ে হঠাৎ BLO-দের মিটিং ডেকেছে কমিশন।
এদিকে, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক শেষে বিরোধীরা আইপ্যাককে কাঠগড়ায় তুলেছে। বিজেপি ও সিপিএমের অভিযোগ ডাটা এন্ট্রিতেই আসল গলদ লুকিয়ে আছে। তাঁদের দাবি, কারা ডাটা এন্ট্রি করছেন, কারা এই কাজে যুক্ত রয়েছেন, গোটাটাই প্রশাসনের পক্ষ থেকে অন্ধকারে রাখা হয়েছে। তাঁদের দাবি, ডাটা এন্ট্রি পক্রিয়াকে প্রকাশ্যে এবং সামনে আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ফর্ম ফেরত আসেনি ৫০ লক্ষ। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪২ লক্ষ। এর মধ্যে মৃত ভোটার ২২ লক্ষ, স্থানান্তরিত ভোটার ১৭.৫ লক্ষ, নিখোঁজ ভোটারের সংখ্যা ৪ লক্ষ, ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষ।
