Election Commission: SIR নিয়ে নিজেদের জারি করা বিজ্ঞপ্তিতেই জটে নির্বাচন কমিশন?

Election Commission: কিন্তু এত দক্ষ সরকারি কর্মী কোথায় পাবে কমিশন? প্রশ্নের মধ্যেই নির্দেশিকা ঘিরে বাড়ছে চাপানউতোর। চাপে যে পড়েছেন ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO)। কিন্তু কেন চাপ?

Election Commission: SIR নিয়ে নিজেদের জারি করা বিজ্ঞপ্তিতেই জটে নির্বাচন কমিশন?
প্রতীকী ছবি Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Jul 31, 2025 | 3:30 PM

কলকাতা: SIR নিয়ে নিজেদের জারি করা বিজ্ঞপ্তিতেই জটে নির্বাচন কমিশন? সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্র কাজ করতে পারবেন না বিএলও-রা। নির্বাচন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে সরকারি কর্মচারী হতে হবে বিএলও-কে। গ্রুপ সি পদের নিচে কেউ এই কাজ করতে পারবেন না। অর্থাৎ গ্রুপ ডি পদে কর্মরত কোনও সরকারি কর্মী এতে অংশ নিতে পারবেন না। সোজা কথায় ভোটের কাজ করতে পারবেন না আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা। তবে গ্রুপ সি-র পাশাপাশি শিক্ষকরা বিএলও হতে পারবেন। কমিশন চাইলে কাউকে সার্টিফিকেট দিয়ে কাজ করাতে পারে। 

কিন্তু এত দক্ষ সরকারি কর্মী কোথায় পাবে কমিশন? প্রশ্নের মধ্যেই নির্দেশিকা ঘিরে বাড়ছে চাপানউতোর। চাপে যে পড়েছেন ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO)। সূত্রের খবর, তাঁরা বলছেন এমন অনেক প্রত্যন্ত জেলা রয়েছে সেখানে এই কাজের জন্য পর্যাপ্ত সরকারি কর্মচারী পাওয়াটাই রীতিমতো চাপের হয়ে যাচ্ছে। 

এ ক্ষেত্রে কমিশনের যুক্তি তাঁদের আরও একটি নির্দেশ রয়েছে। যা দিয়ে সার্টিফিকেট দিয়ে কাউকে কাজ করানো যায়। তবে সেক্ষেত্রে তাঁর প্রশিক্ষণ থাকা জরুরি। ERO চাইলে যে কোনও প্রশিক্ষণপ্রাপ্তকে সার্টিফিকেট দিতে পারেন। তারপর হতে পারে কাজ। কিন্তু, এই সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, তা স্পষ্ট হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, ইতিমধ্যেই রাজ্যে বহু শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তাতেই চাপ এর বেড়ে গিয়েছে। এখন দক্ষ কর্মী শেষ পর্যন্ত কোথা থেকে পাওয়া যায় সেটাই দেখার।