
কলকাতা: এসআইআর-এর প্রথম ধাপ শেষে রাজ্যের ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে শুনানি। লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। নথিপত্র নিয়ে হাজির হচ্ছেন তাঁরা। প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। এমনকী রাজ্যের অনেক নেতা-মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদেরও ডাক পড়েছে। এই পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর-এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। ওই সব সার্টিফিকেট এসআইআর-এর কাজে যাতে কেউ না ব্যবহার করে, সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনই জানিয়েছে কমিশন।
২০২৪-এ কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট। ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে হয় প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ হবে গণ্য হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিল।