
কলকাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে সবচেয়ে বড় সংশয়ের জায়গা একটাই। কারা থাকবেন, কারা থাকবেন না। কমিশন ঝাড়াই-বাছাইয়ের পদ্ধতি নিয়ে নানা বার্তা দিয়েছে। কীভাবে নাম সংযোজন হবে, কীভাবে বাদ যাবে, বাদ গেলে কী হবে, কীভাবে পুনরায় অন্তর্ভুক্তি হবে, সব প্রশ্নের উত্তর দিয়েছে তাঁরা। কিন্তু তারপরও সংশয় কি কাটে?
এবার এই আবহেই নাম বাদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল তাঁরা। তবে সেই খসড়া তালিকার আগে প্রকাশিত হল নাম বাদের তালিকা। মঙ্গলের খসড়া তালিকায় কারা থাকলেন না, সেই তথ্য তুলে ধরল কমিশন। কিন্তু কীভাবে দেখা যাবে এই তালিকা?
জানা গিয়েছে, ceowestbengal.wb.gov.in অর্থাৎ সিইও-র ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে এই নাম বাদের তালিকা। রাজ্যের প্রতিটি বিধানসভা এবং বুথভিত্তিক কত নাম বাদ পড়ল সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ‘বাদের খাতায়’। ওয়েবসাইটে ক্লিক করলেই ডাউনলোড করা যাচ্ছে সেই তালিকা। অবশ্য বলে রাখা প্রয়োজন, গত ১১ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু প্রায় প্রতিদিন সেটির তথ্য আপডেটের কাজ চলছিল। এবার খসড়া তালিকা প্রকাশের দিনেই আপাত ভাবে নাম বাদের চূড়ান্ত তথ্য প্রদান করল নির্বাচন কমিশন।
এর আগে কমিশন জানিয়েছিল, বাদের খাতায় থাকা সম্ভাব্য ভোটারের সংখ্যা ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। এবার এই চূড়ান্ত তালিকায় কতটা নাম বাদের সংখ্যা বাড়ল অথবা কমল নাকি একই থাকল তা এখনও জানা যায়নি।