Election Commission: ‘আইন নিজের হাতে তুলে নিতে প্ররোচনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা

Mamata Banerjee: এসআইআর-এর সহযোগিতার বদলে উস্কানি দিচ্ছেন মমতা দাবি কমিশনের। তাঁর প্ররোচনার পরেরদিনই চাকুলিয়ার বিডিও অফিসে সাতশো দুষ্কৃতীর তাণ্ডব হয়েছে। তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়কদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ কমিশনের।

Election Commission: আইন নিজের হাতে তুলে নিতে প্ররোচনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা
মমতার বিরুদ্ধে অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2026 | 10:24 PM

কলকাতা: সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের (Election Commission)। এসআইআর-এর সহযোগিতার বদলে উস্কানি দিচ্ছেন মমতা দাবি কমিশনের। তাঁর প্ররোচনার পরেরদিনই চাকুলিয়ার বিডিও অফিসে সাতশো দুষ্কৃতীর তাণ্ডব হয়েছে। তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়কদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ কমিশনের।

সুপ্রিম কোর্টে কী কী অভিযোগ কমিশনের?

  • উস্কানিমূলক মন্তব্য: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দিচ্ছেন বলে অভিযোগ করেছে কমিশন। তাদের মতে, মমতা জনগণকে ‘আইন নিজের হাতে তুলে নিতে’ সরাসরি প্ররোচনা দিয়েছেন।
  • ভীতির পরিবেশ তৈরি: হলফনামায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফলে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ব্লক লেভেল অফিসার (BLO) এবং ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO) কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।
  • নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা হচ্ছে: কমিশন অভিযোগ করেছে,মুখ্যমন্ত্রী গত ১৪ জানুয়ারির সংবাদ সম্মেলনে একজন ‘মাইক্রো অবজার্ভার’-কে নির্দিষ্টভাবে চিহ্নিত করে ভয় দেখিয়েছেন।
  • চাকুলিয়ায় হামলা: উত্তর দিনাজপুরের চাকুলিয়া জেলায় প্রায় ৭০০ জনের উন্মত্ত জনতা অফিস ভাঙচুর করেছে। ভোটার তালিকার সংশোধনের কাজে ব্যবহৃত কম্পিউটার ধ্বংস করেছে।
  • গণ-ইস্তফা: হিংসা ও নিরাপত্তার অভাবে গত ১৪ জানুয়ারি ৯ জন মাইক্রো অবজার্ভার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন।
  • রাজনৈতিক বাধা:কমিশনের অভিযোগ, রাজনৈতিক কর্মীদের মাধ্যমে প্ররোচিত একদল মহিলা ভোটার তালিকা সংশোধনের কাজে লিপ্ত আধিকারিকদের ঘেরাও করে স্লোগান দিচ্ছে। কাজে বাধা দিচ্ছে।
  • পুলিশি নিষ্কৃয়তা: কমিশনের তরফে অভিযোগ করা হয়েছে, BLO-দের অভিযোগে স্থানীয় পুলিশ FIR দায়ের করতে অনীহা প্রকাশ করছে। অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলা হয়েছে।