SSC Meeting: সোমবারই আপলোড হবে যোগ্য-অযোগ্য লিস্ট, ব্রাত্যর বৈঠক শেষে দাবি চাকরিহারাদের

SSC Meeting: শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেন চাকরিহারারা। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। বৈঠকে মিলল একগুচ্ছ আশ্বাস।

SSC Meeting: সোমবারই আপলোড হবে যোগ্য-অযোগ্য লিস্ট, ব্রাত্যর বৈঠক শেষে দাবি চাকরিহারাদের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2025 | 7:49 PM

কলকাতা: চাকরিহারা ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম রায়ে চাকরি হারানোর পর এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন চাকরিহারারা। কী বার্তা দেওয়া হয়, তা নিয়ে ছিল জল্পনা। আর সেই বৈঠকেই মিলল একগুচ্ছ আশ্বাস। চাকরিহারাদের দাবি মেনে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলেও দাবি প্রতিনিধিদের। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তাঁরা।

শুক্রবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। শেষ হওয়ার পর চাকরিহারারা জানান, তাঁদের সবার কথা শোনা হয়েছে বৈঠকে। সবাই কথা বলার সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে তালিকা প্রকাশের কথাও বলা হয়েছে।

যোগ্য-অযোগ্য তালিকা

চাকরিহারাদের প্রতিনিধি জানান, যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি। তাঁদের জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ২০ এপ্রিলের মধ্যে সেই তালিকা তৈরি করে ফেলা হবে। আইনি পরামর্শ নিয়ে ২১ তারিখ, সোমবার প্রকাশ করা হবে সেই তালিকা।

মিরর ইমেজ

চাকরিহারাদের দাবির মধ্যে ছিল মিরর ইমেজ প্রকাশ করার। জানিয়ে দেওয়া হয়েছে, মিরর ইমেজ নেই। থাকলে সিবিআই নিশ্চয় খুঁজে পেত। যেটা আছে, সেটা সিবিআই-এর জমা দেওয়া। সেটাও আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

২২ লক্ষ ওএমআর

২২ লক্ষ, অর্থাৎ যত প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের সবার ওএমআর প্রকাশ করার আর্জি জানানো হয়েছিল। আইনি ক্ষেত্রে কোনও অসুবিধা না থাকলে, সেটাও প্রকাশ করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

এছাড়া চাকরিহারারা জানিয়েছেন, রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হলে, যেন তাঁদের সঙ্গে কথা বলা হয়।