Recruitment Scam: ২০১১ সাল থেকে TET-এর সব চাকরি যাচাই করতে চায় ED, চাওয়া হয়েছে নথি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 30, 2022 | 11:55 PM

Enforcement Directorate: জানা গিয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Recruitment Scam: ২০১১ সাল থেকে TET-এর সব চাকরি যাচাই করতে চায় ED, চাওয়া হয়েছে নথি
টেট নিয়ে এবার আরও সক্রিয় ইডি

Follow Us

কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও গতি বাড়াচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ২০১১ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব চাকরি রয়েছে ইডির স্ক্যানারে। টেটের মাধ্যমে নিয়োগের সব নথি খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জরুরি ভিত্তিতে সেই নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইডির জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। সেই মোতাবেক পদক্ষেপও করতে শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের রোল নম্বর থেকে শুরু করে কোন স্কুলে তাঁদের নিয়োগ হয়েছে, সেই সব তথ্য খতিয়ে দেখতে চাইছে ইডি।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলির থেকে নথি তলব করা হয়েছিল। কিন্তু এবার ইডির একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত নিয়োগের যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যাঁরা যাঁরা প্রাথমিকে চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের নিয়োগ যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কোথাও কোনওরকম দুর্নীতি বা বেনিয়ম হয়েছে কি না, সেই সব বিষয়গুলিও খতিয়ে দেখতে চান তাঁরা। ইডির তরফ থেকে সেই নথি চেয়ে পাঠানো মাত্রই প্রাথমিক শিক্ষা পর্ষদও তৎপর হয়ে উঠেছে। জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলির থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে সব কিছু হবে স্বচ্ছভাবে। প্রতি বছর টেট পরীক্ষা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।

Next Article