Kolkata Book Fair: এবার বইমেলায় ইংরেজিতে আসছে মমতার ‘কবিতা বিতান’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 03, 2023 | 11:45 PM

Mamata Banerjee: গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, "এই বছর কবিতা বিতানের ইংরেজি ভার্সান বেরোচ্ছে। কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি বেরোবে।"

Kolkata Book Fair: এবার বইমেলায় ইংরেজিতে আসছে মমতার কবিতা বিতান
কলকাতা বইমেলা

Follow Us

কলকাতা: ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair 2023) প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতা বিতানের ইংরেজি অনুবাদ। এছাড়াও ছোটদের জন্য লেখা বই এবং সমকালীন ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের একাধিক বইও প্রকাশ হবে কলকাতা বইমেলায়। মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ। এবারের কলকাতা বইমেলায় থিম কান্ট্রি স্পেন। কলকাতা বইমেলার পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে এবার।

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “এই বছর কবিতা বিতানের ইংরেজি ভার্সান বেরোচ্ছে। কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি বেরোবে।” এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুধাংশু দেও। তিনিও জানান, “বইমেলা হলেই ওনার নতুন বই বেরোয়। এই বছরও বেশ কিছু বই প্রকাশিত হবে। তবে মোট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এমনিতেও ওনার ১১২টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এই বছর আরও কিছু বই যুক্ত হবে।”

এর পাশাপাশি এবারের কলকাতা বইমেলায় সপ্তদশ শতাব্দীর প্রচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলাদা প্রদর্শনী করবে এশিয়াটিক সোসাইটি। এই বছর স্প্যানিশ সাহিত্যের সঙ্গে বঙ্গীয় সাহিত্যের সেতুবন্ধনের এক প্রয়াসের কথা বার বার উঠে আসে সাংবাদিক বৈঠকে। রবীন্দ্রভারতীর সঙ্গে স্পেনের একটি মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। রবীন্দ্র সাহিত্যের স্প্যানিশ অনুবাদ হয়েছে। এছাড়া এবারের বইমেলায় বাংলাদেশের ৭১টি প্রকাশনা অংশগ্রহণ করছে। প্রতিবারের মতো থাকবে রাশিয়ার প্যাভিলিয়নও। পাশাপাশি থাইল্যান্ডও অংশগ্রহণ করছে এবারের বইমেলায়। কলকাতা বইমেলায় থাইল্যান্ডের অংশগ্রহণ এই প্রথম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিমধ্যেই বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। সোমবার নজরুল মঞ্চেও নিজের প্রকাশিত বইয়ের কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, “আমার এখনও পর্যন্ত প্রায় ১০৭-১০৮টা বই বেরিয়ে গিয়েছে। তার বেশি হবে, কম বললাম। আমি প্রতি বছর বইয়ের রয়্যালটি পাই ১০ শতাংশ করে। যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না। যতটা পাই ততটাই আমার যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়।”

Next Article