Shahjahan Sheikh: ২০১১ সালের তৃণমূল ঝড়েও সন্দেশখালি ছিল বামেদের ‘দখলে’, ‘সৌজন্যে’ শেখ শাহজাহান

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 05, 2024 | 9:36 PM

Shahjahan Sheikh: ২০১৫ সালে সরকারি বাস রুট বন্ধ করে দেয় শাহজাহান। ওই রুটে তাঁর অনুগামীরা অটো চালাত। ক্ষব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কে এই শাহজাহান? দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপরেও কিন্তু তাঁর দাপট কমেনি।

Follow Us

কলকাতা: বাম আমলে উত্থান। সড়বেরিয়া অঞ্চলের একসময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিল শেখ শাহজাহান। বাহুবলী হিসাবে এলাকায় ইট ভাটা ও ভেরি থেকে তোলা আদায়ের দায়িত্ব ছিল শাহজাহানের উপর। দাপট এতটাই বেশি ছিল যে একসময় মোসলেমকেও ছাপিয়ে যায় শাহজাহান। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দাপটের মধ্যেও সন্দেশখালি অঞ্চল নিজেদের হাতে রেখেছিল বামেরা। সৌজন্যে এই শাহজাহান। এলাকায় দাপট ধরে রাখতে ২০১৩ সালে তৃণমূলে যোগ। তারপর থেকে জ্যোতিপ্রয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই এলাকায় অনেকে চেনেন তাঁকে। 

২০১৫ সালে সরকারি বাস রুট বন্ধ করে দেয় শাহজাহান। ওই রুটে তাঁর অনুগামীরা অটো চালাত। ক্ষব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কে এই শাহজাহান? দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপরেও কিন্তু তাঁর দাপট কমেনি। বাম জমানায় শুধু সরবেড়িয়া অঞ্চলে দাপট থাকলেও দলবদলের পর সন্দেশখালি ১ ও ২ ব্লক ও আশপাশের এলাকায় শেষ কথা হয়ে দাঁড়ান এই শাহজাহান। 

২০২৩ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য বলছে ব্যাঙ্কে শাহজাহানের নামে জমা রয়েছে ১ কোটি ৯২ লক্ষ টাকা। ২ কোটি ৩৯ লক্ষ টাকার অলঙ্কার রয়েছে তাঁর হাতে। ১৭টি গাড়িও রয়েছে গ্যারাজে। জমি রয়েছে ৪৩ বিঘা। জমির বাজারদর ৪ কোটি টাকা। অনেকের মতে দলের কাছে নিজের শক্তি বোঝাতেই শুক্রবার সরবেড়িয়ায় নিজের বাহিনীকে নামিয়ে দিয়েছিলেন শাহজাহান। সেটাই এখন ব্যুমেরাং হয় কিনা তা সময় বলবে। 

কলকাতা: বাম আমলে উত্থান। সড়বেরিয়া অঞ্চলের একসময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিল শেখ শাহজাহান। বাহুবলী হিসাবে এলাকায় ইট ভাটা ও ভেরি থেকে তোলা আদায়ের দায়িত্ব ছিল শাহজাহানের উপর। দাপট এতটাই বেশি ছিল যে একসময় মোসলেমকেও ছাপিয়ে যায় শাহজাহান। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দাপটের মধ্যেও সন্দেশখালি অঞ্চল নিজেদের হাতে রেখেছিল বামেরা। সৌজন্যে এই শাহজাহান। এলাকায় দাপট ধরে রাখতে ২০১৩ সালে তৃণমূলে যোগ। তারপর থেকে জ্যোতিপ্রয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই এলাকায় অনেকে চেনেন তাঁকে। 

২০১৫ সালে সরকারি বাস রুট বন্ধ করে দেয় শাহজাহান। ওই রুটে তাঁর অনুগামীরা অটো চালাত। ক্ষব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কে এই শাহজাহান? দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপরেও কিন্তু তাঁর দাপট কমেনি। বাম জমানায় শুধু সরবেড়িয়া অঞ্চলে দাপট থাকলেও দলবদলের পর সন্দেশখালি ১ ও ২ ব্লক ও আশপাশের এলাকায় শেষ কথা হয়ে দাঁড়ান এই শাহজাহান। 

২০২৩ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য বলছে ব্যাঙ্কে শাহজাহানের নামে জমা রয়েছে ১ কোটি ৯২ লক্ষ টাকা। ২ কোটি ৩৯ লক্ষ টাকার অলঙ্কার রয়েছে তাঁর হাতে। ১৭টি গাড়িও রয়েছে গ্যারাজে। জমি রয়েছে ৪৩ বিঘা। জমির বাজারদর ৪ কোটি টাকা। অনেকের মতে দলের কাছে নিজের শক্তি বোঝাতেই শুক্রবার সরবেড়িয়ায় নিজের বাহিনীকে নামিয়ে দিয়েছিলেন শাহজাহান। সেটাই এখন ব্যুমেরাং হয় কিনা তা সময় বলবে। 

Next Article