কলকাতা: হাওয়ালা মামলায় সল্টলেকে আরও তিন জায়গায় তল্লাশি। মঙ্গলবারের পর বুধবার কলকাতায় আরও তিন জায়গায় ওই মামলায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাঙ্গুর অ্যাভিনিউ এবং গুরু সদয় দত্ত রোডে ওই ব্যবসায়ীদের সিএ-দের অফিস এবং বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। মঙ্গলবারই একটি অন্য মামলায় সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সল্টলেকের BL72 ও CG ব্লক ২৩০ নম্বরের দুটি বাড়িতে সকালেই পৌঁছে যান ইডি তদন্তকারী টিম।
জানা দিয়েছে, ওই দুই ব্যবসায়ী সম্পর্কে ভাই। তাঁদের মূলত কাপড়ের ব্যবসা। পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যবসা রয়েছে তাঁদের। তদন্তকারীদের কাছে খবর রয়েছে, এই লেনদেনের সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে। মুম্বইয়ের একটি মামলায় ইডি আধিকারিকরা তদন্তে আসেন।
সল্টলেকের এই BL72, বিলাশবহুল বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ আচমকাই বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তাতে কিছুটা বিস্মিত হয়ে যান ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।
কিছুটা চমকে যান প্রতিবেশীরাও। নিয়োগ দুর্নীতিতে বর্তমানে তোলপাড় রাজ্য। নিত্য ইডি আধিকারিকদের তদন্তে উঠে এসেছে একাধিক নেতা-মন্ত্রী, শাসক ঘনিষ্ঠদের নাম। তাঁদের বাড়িতে তল্লাশিতে উঠে আসছে বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ানও। এই পরিস্থিতিতে যখন সল্টলেকের এই তল্লাশি চলে, তখন প্রথমটায় এই দুর্নীতিরই অংশ বলে মনে করা হয়েছিল। পরে জানা যায়, মুম্বইয়ের একটি হাওয়ালা মামলায় এই তল্লাশি।
দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে বেশ কিছু নথি, ব্যাঙ্কের লেনদেনের নথি উদ্ধার হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।