TMC: তৃণমূলে যোগ বিজেপির বড় নেতার, উত্তরবঙ্গে বড় ভাঙন

TMC: জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। আজ, বৃহস্পতিবার সব জল্পনা শেষে সেই নেতাই যোগ দিলেন তৃণমূলে।

TMC: তৃণমূলে যোগ বিজেপির বড় নেতার, উত্তরবঙ্গে বড় ভাঙন
তৃণমূলে যোগ জন বার্লারImage Credit source: TV9 Bangla

May 15, 2025 | 3:41 PM

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। জন বার্লাকে পাশে বসিয়ে সুব্রত বক্সী বললেন, রাজ্য বিজেপিতে হতাশ হয়ে পড়েছিলেন বার্লা। মমতার কর্মকাণ্ডে খুশি হয়ে তিনি তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছেন সুব্রত বক্সী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদন অনুমোদন করেছেন।

একসময় নেতা হিসেবে জন বার্লার বিশেষ গুরুত্ব ছিল বিজেপিতে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হন তিনি। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন জন বার্লা। তবে পরিস্থিতি পাল্টে যায় ২০২৪-এ। গত লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র আলিপুরদুয়ার থেকে বিজেপি টিকিট দেয় মনোজ টিগ্গাকে। এরপর থেকেই দলবদলের জল্পনা বাড়ে।

মাসকয়েক আগে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় জন বার্লাকে। আর এবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। তাঁর যোগদানে চা বাগানে সংগঠন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন সুব্রত বক্সী। তিনি জানান, রাজ্য স্তর এবং চা বাগান দুই ক্ষেত্রেই বার্লা কাজ করবেন।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেকদিন ধরেই উনি চেষ্টা করছিলেন। দল ওঁকে অনেক সুযোগ দিয়েছিল। তবে কেন দলবদল করলেন, তা উনি নিজেই বলতে পারবেন।”