EX SI: ২৫-৩০ হাজারে হত ডিল, আর উপভোক্তা মৃদুভাষী হলে তো কথাই নেই! এক বছরে অ্যাকাউন্টে ১২ লক্ষ টাকা, প্রাক্তন SI-এর কাজে লজ্জায় মাথা হেট পুলিশকর্তাদের
Fake Passport: হোমগার্ডরা নথি জোগাড় করতেন, আর পরবর্তী ধাপের কাজ করতেন আব্দুল হাই। এবার তদন্তকারীরা দেখতে চাইছেন, কারা কারা আব্দুল হাইয়ের হয়ে কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, ভুয়ো নথিতে ৫০টিরও বেশি পাসপোর্ট পাস করেছেন আব্দুল হাই।
কলকাতা: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই। তাঁর বিরুদ্ধে আরও প্রমাণ এল পুলিশের হাতে। সূত্রের খবর, হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল হাই। এ বছর জালিয়াতির ১২ লক্ষ টাকা ঢুকেছে আব্দুলের অ্যাকাউন্টে।
তদন্তে জানা গিয়েছে, আব্দুল হাই কর্মজীবনের শেষ চার বছর পাসপোর্ট ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত ছিলেন। যাঁরা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে চাইতেন, তাঁরা এই আধিকারিকের সঙ্গেই যোগাযোগ করতেন। আর এই যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতেন হোমগার্ডরা। নিজের অধঃনস্ত কর্মীদেরই সেভাবে কাজে লাগাতেন আব্দুল হাই।
হোমগার্ডরা নথি জোগাড় করতেন, আর পরবর্তী ধাপের কাজ করতেন আব্দুল হাই। এবার তদন্তকারীরা দেখতে চাইছেন, কারা কারা আব্দুল হাইয়ের হয়ে কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, ভুয়ো নথিতে ৫০টিরও বেশি পাসপোর্ট পাস করেছেন আব্দুল হাই। ২৫-৩০ হাজার টাকা দিলেই ভুয়ো নথির দিয়ে পাসপোর্ট ছাড়। ধৃত পুলিশ কর্তার ফোন থেকেই মিলেছে একাধিক তথ্য। তাঁর কল লিস্টও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও একটি বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। শেষ কয়েক বছরে আব্দুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। কোথা থেকে এত টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তা খতিয়ে দেখা উচিত ছিল ব্যাঙ্ক আধিকারিকদের। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।