
কলকাতাবাসীর এক অন্যতম গর্বের নাম মেট্রো। একসময় যাকে বলা হত ‘পাতাল রেল’। মাটির তলা দিয়ে ট্রেন ছুটে যাওয়া কলকাতাবাসীর কাছে ছিল স্বপ্নের মতো। আজ সেই পাতাল রেল মাটি ফুঁড়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। একসময় যে মেট্রো জুড়ে দিয়েছিল কলকাতার উত্তর আর দক্ষিণকে, আজ সেই মেট্রোই জুড়ে দিচ্ছে দুই ২৪ পরগনাকে। হাওড়া থেকে সেক্টর ৫ মেট্রো পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছেন যাত্রীরা। শহরের যে কোনও প্রান্ত থেকে এয়ারপোর্ট পৌঁছনোও খুব সহজ। সবুজ পতাকা নেড়ে চালু করা হল একের পর এক মেট্রো, কিন্তু কলকাতার সেই গর্বের পাতাল রেল কেমন আছে, সেই খবর কে রাখে! জানেন ওই সুড়ঙ্গে লুকিয়ে আছে কোন বিপদ? প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা? কী উঠে এল সার্ভে রিপোর্টে? কয়েকদিন আগে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারের ফাটল দেখা গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশন। এটা তো মাত্র ১৫...