
অফিস ফেরত জ্যামে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। মেট্রোয় চেপে হুস করে পৌঁছে যাবেন গন্তব্যে। কলকাতা মেট্রোর মুকুটে জুড়ছে একসঙ্গে তিনটে পালক। একই দিনে চালু হচ্ছে তিনটি রুটের মেট্রো। জুড়বে কলকাতার বিভিন্ন প্রান্ত। দারুণ সুবিধা হবে যাত্রীদের। কমবে যানজটও। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন রুটে নতুন মেট্রো চালু হচ্ছে? কতটাই বা সুবিধা হবে যাত্রীদের। ভারতে প্রথম মেট্রো রেল ছুটেছিল কলকাতায়। সালটা ছিল ১৯৮৪। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন) পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। এটাই শহরাঞ্চলে পরিবহনের অন্যতম মাইলফলক ছিল। এরপরে ধাপে ধাপে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই মুম্বই, হায়দরাবাদেও মেট্রো পরিষেবা চালু হয়। বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক ভারতের মেট্রো নেটওয়ার্ক। ...