মমতার ‘বড়বোন’ ভবানীপুর যেন দ্রৌপদীর স্বয়ম্বরের ‘মাছের চোখ’! শুভেন্দুর লক্ষ্যভেদ কতটা চ্যালেঞ্জের?
Bhabanipur Assembly: ভোটের প্রায় এক বছর বাকি। কোনও পক্ষই প্রার্থী বাছাই নিয়ে এখনও মুখ খোলেনি সেভাবে। কিন্তু বিজেপির কিছু কর্মসূচি নিয়ে বেড়েছে জল্পনা। সম্প্রতি ওই অঞ্চলে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

২০২১-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার কিছুদিনের মধ্যেই নিজের কেন্দ্র ঘোষণা করে চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগেই নন্দীগ্রামে এক জনসভায় দাঁড়িয়ে মমতা ঘোষণা করে দেন নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন তিনি। ২০২১-এ গোটা দেশের রাজনৈতিক মহলে নজর গিয়ে পড়েছিল সেই নন্দীগ্রামে। তৃণমূলের নিরঙ্কুশ জয় তবে মমতার জেতা হয়নি। এবার আরও এক বিধানসভা ভোট আসন্ন। ২০২৬-এ সেই নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল। সেই আবহে বারবার ঘুরে ফিরে আসছে একটি নাম, ভবানীপুর। মেগা বৈঠকের পরই ভবানীপুরে বৈঠক মমতার ...





