Kasba Blast: দক্ষিণ কলকাতায় বিরাট বিস্ফোরণ! কাঠগড়ায় ইউটিউব ভিডিয়ো

Kasba Blast News: এনকে ঘোষাল রোড সংলগ্ন বিশ্বাস পাড়ায় তিরুপতি নিবাসেই থাকতেন রঞ্জিত মণ্ডল। পরিবার বলতে মেয়ে এবং স্ত্রী। বাড়ির সঙ্গে লাগোয়া রয়েছে একটি দোকান। তা দিয়েই চলত রঞ্জিতের জীবন। তবে বেশ কয়েকদিন ধরে একটু নিজের মধ্যেই ব্যস্ত ছিলেন রঞ্জিত। ঘরের মধ্য়েই 'কিছু একটা' তৈরি করছিলেন বলেই জানিয়েছেন তাঁর।

Kasba Blast: দক্ষিণ কলকাতায় বিরাট বিস্ফোরণ! কাঠগড়ায় ইউটিউব ভিডিয়ো
প্রতীকী ছবি Image Credit source: Gemini

| Edited By: Avra Chattopadhyay

Jan 17, 2026 | 8:25 PM

কলকাতা: আচমকাই কেঁপে উঠল দক্ষিণ কলকাতার কসবা থানার অন্তর্গত এনকে ঘোষাল রোড। শনিবার সন্ধ্যায় আতঙ্ক ছড়াল সেখানে। জানা গিয়েছে, বিস্ফোরণের উৎসস্থল ওই রোড সংলগ্ন একটি বাড়ি। সেখান থেকেই এসেছে কানে তালা ধরানো শব্দ। ছুটে গিয়েছেন স্থানীয়রা। পড়েছে হইহই রব। ভর সন্ধ্যায় কী হল সেখানে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনকে ঘোষাল রোড সংলগ্ন বিশ্বাস পাড়ায় তিরুপতি নিবাসেই থাকতেন রঞ্জিত মণ্ডল। পরিবার বলতে মেয়ে এবং স্ত্রী। বাড়ির সঙ্গে লাগোয়া রয়েছে একটি দোকান। তা দিয়েই চলত রঞ্জিতের সংসার। তবে বেশ কয়েকদিন ধরে একটু নিজের মধ্যেই ব্যস্ত ছিলেন রঞ্জিত। ঘরের মধ্য়েই ‘কিছু একটা’ তৈরি করছিলেন বলেই জানিয়েছেন তাঁর।

এদিন নাম প্রকাশ্যে অনিচ্ছুক রঞ্জিতের স্ত্রী বলেন, ‘আমি ছিলাম না। মেয়ে এবং স্বামী ঘরেই ছিল। রঞ্জিত কিছু একটা তৈরির চেষ্টা করছিল। তবে কী বানাচ্ছিল, তা আমি জানি না।’ পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে একাধিক বাজির মশলা, বিস্ফোরক এবং বাজির খোল উদ্ধার হয়েছে। সন্ধ্যায় বিস্ফোরণের খবর পেতেই এই বিশ্বাস পাড়ায় ছুটে যায় কসবা থানার পুলিশ। জখম অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় রঞ্জিতকে। তিনি একাই আহত হয়েছেন, মেয়ে পাশের ঘরে থাকায় বিস্ফোরণের ‘আঁচড়’ তাঁর শরীরে পড়েনি।

তদন্তকারীদের অনুমান, বাড়িতে বাজি তৈরি করতে গিয়েই বিপাকে পড়েন রঞ্জিত। তাঁর ফোনে একাধিক ইউটিউব ভিডিয়ো পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, সেই ইউটিউব থেকেই বাজি বানানোর কৌশল রপ্ত করছিলেন তিনি। এই ফাঁকে ঘটে বিপত্তি। রসায়নিক গরমিলে ঘরের মধ্যেই ঘটে যায় বিস্ফোরণ। আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রঞ্জিতকে।