
কলকাতা: TV9 বাংলার নাম করে ছড়ানো হচ্ছে ভুয়ো পোস্ট। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যাতে TV9 বাংলার লোগো থাকলেও, তার সঙ্গে TV9 বাংলার আদতে কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমের ভাবমূর্তি নষ্ট করতেই এই পোস্ট ছড়ানো হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
সম্প্রতি কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এফআইআর অনুযায়ী গণধর্ষণে যিনি মূল অভিযুক্ত, তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা হওয়ায়, বিরোধীরা প্রতিনিয়ত প্রশ্ন তুলছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে একটি পোস্ট, যেখানে ওই মূল অভিযুক্তকে বর্ষীয়ান বাম নেতা তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ভাইপো হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেন পোস্টটি ভুয়ো?
পোস্টটিতে সূর্যকান্ত মিশ্র ও ওই অভিযুক্তের ছবি রয়েছে। লেখা আছে, ‘কসবা-কাণ্ডে মূল অভিযুক্ত (অভিযুক্তের নাম) আসলে সূর্যকান্ত মিশ্রের ভাইপো।’
প্রথমত, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ‘TV9 বাংলা ডিজিটাল’ আইনি কারণে অভিযুক্তের নাম সামনে আনেনি। ছবিও প্রকাশ করা হয়নি।
দ্বিতীয়ত, সংশ্লিষ্ট পোস্টে ছবি বা হরফের যে প্য়াটার্ন উল্লেখ করা হয়েছে, তা ‘TV9 বাংলা ডিজিটাল’ ব্য়বহার করে না।
তৃতীয়ত, ‘TV9 বাংলা ডিজিটাল’ ফেসবুকে কোনও ছবি পোস্ট করলে, তার সঙ্গে ওই ছবি সম্পর্কিত কপির লিঙ্কও পোস্ট করা হয়। এ ক্ষেত্রে, যে পেজ থেকে ছবিটি ছড়িয়েছে, সেখানে কোনও কপির লিঙ্ক দেওয়া হয়নি।
চতুর্থত, সূর্যকান্ত মিশ্রের সঙ্গে মূল অভিযুক্তের আদৌ কোনও সম্পর্ক আছে কি না, তেমন কোনও তথ্য TV9 বাংলার হাতে নেই। সুতরাং, এইরকম কোনও সংবাদ TV9 বাংলা প্রকাশ করেনি।
এর আগেও একাধিকবার লোগো ব্য়বহার করে এমন ভুয়ো খবর ছড়ানো হয়েছে। এটি তার মধ্যে একটি। যারা এভাবে ভুয়ো পোস্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে TV9 বাংলা ডিজিটাল।