Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Vaccine: ভুয়ো টিকাকরণকাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দিল্লিতে চিঠি লিখলেন শুভেন্দু

Fake Vaccine: শুক্রবারই দলীয় বিধায়কদের নিয়ে স্বাস্থ্যভবনে যান শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি।

Fake Vaccine: ভুয়ো টিকাকরণকাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দিল্লিতে চিঠি লিখলেন শুভেন্দু
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 11:27 AM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination) তদন্তে লালবাজারের সিট গঠনের পরই কেন্দ্রীয় তদন্ত দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চেয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লেখেন নন্দীগ্রামের বিধায়ক। সেই চিঠিতে বিজেপি শাসিত রাজ্যগুলির ঢালাও প্রশংসা করেছেন তিনি। তবে বাংলার সরকার নিয়ে চেনা অসন্তোষের সুর শুভেন্দুর সেই চিঠিতে। কী ভাবে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এ ধরনের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প হল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দেশব্যাপী বিনামূল্যে টিকাপ্রদান কর্মসূচির জন্য চিঠির শুরুতেই স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ কিংবা গুজরাট যখন টিকাকরণের ক্ষেত্রে প্রতিদিনই লক্ষ্যমাত্রার শিখর ছুঁয়ে যাচ্ছে, বাংলা তখন অনেকটাই পিছিয়ে। সরকারের ইচ্ছার অভাবকে তার জন্য দায়ী করেছেন বিজেপি নেতা। সঙ্গে টিকাকরণের ক্ষেত্রে শাসকদলের রাজনৈতিক প্রভাব খাটানোরও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু।

কসবা ভুয়ো টিকাকাণ্ডে দেবাঞ্জন দেবের বিস্তারিত উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুভেন্দু আবেদন জানান, গোটা বিষয়টির তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা। বলেন, মানুষের জীবন নিয়ে এখানে খেলা হয়েছে। একইসঙ্গে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শান্তনু সেন, লাভলি মৈত্রের সঙ্গে দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে আসার বিষয়টিরও উল্লেখ রয়েছে চিঠিতে।

আরও পড়ুন: দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করতে চলেছে লালবাজার

প্রসঙ্গত, শুক্রবারই দলীয় বিধায়কদের নিয়ে স্বাস্থ্যভবনে যান শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি। সেখানেই জানিয়েছিলেন, ঠিকমতো তদন্ত না এগোলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। শুভেন্দুর কথায়, “যদি কোনও অঘটন ঘটে যেত তখন বলত (রাজ্য সরকার) মোদীজির পাঠানো ভ্যাকসিন নিয়ে এই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে টিকাকরণ নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। শাসকদলের সাংসদ মিমি চক্রবর্তী ভ্যাকসিন নিচ্ছেন, সাধারণ মানুষকেও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।” দরকারে সিবিআই তদন্ত দাবি করা হবে বলেও শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরইমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি।