Fake Vaccine: দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করতে চলেছে লালবাজার

কসবা (kasba) থানার হাত থেকে আগেই লালবাজার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তভার নিয়েছে। শুক্রবার গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট।

Fake Vaccine: দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করতে চলেছে লালবাজার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 10:18 AM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও কড়া কলকাতা পুলিশ। এবার দেবাঞ্জন দেবের নামে খুনের চেষ্টার মামলা করতে চলেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবারই আলিপুর আদালতে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করা হতে পারে। ইতিমধ্যেই তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে।

কসবা থানার হাত থেকে আগেই লালবাজার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তভার নিয়েছে। শুক্রবার গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। সূত্রের খবর, এবার এই কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে।

পুলিশের দাবি, যে ভাবে কোভিশিল্ড বা স্পুটনিক ভি-এর নামে অন্য ‘সলিউশন’ দেওয়া হচ্ছিল তাতে মানুষের ভয়ঙ্কর বিপদ হতে পারত। চরম পরিণতিও হতে পারত এ ক্ষেত্রে। প্রাণঘাতী হয়ে উঠতে পারত এই কর্মকাণ্ড। অথচ এই ধরনের বিপদজনক কাজ দিনের পর দিন করে গিয়েছেন দেবাঞ্জন বলে অভিযোগ। কয়েক হাজার মানুষ তা শরীরে ধারণও করেছেন। এর জেরে প্রাণ সংশয় হতে পারত। সে কারণেই কলকাতা পুলিশ কড়া এই পদক্ষেপ করতে চলেছে।

অন্যদিকে ভ্যাকসিনকাণ্ডে শনিবারই দেবাঞ্জনের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁদের আলিপুর আদালতে তোলা হবে। তখনই এই কড়া ধরা প্রয়োগের আবেদন করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।

প্রতারণার ক্ষেত্রে সচরাচর ৩০৭ ধারা প্রয়োগ করে না পুলিশ। কলকাতা পুলিশের রেকর্ডেও এমন নজির খুবই কম। তবে এরকম ভয়ঙ্কর ঘটনারও অভিজ্ঞতা পুলিশের নেই। অভিযোগের গুরুত্ব মাথায় রেখেই এই ধারা প্রয়োগ করতে চাইছে লালবাজার।