Face Vaccine Case: মিমিকে আমন্ত্রণই জানাইনি! চাঞ্চল্যকর দাবি জাল ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের

Mimi Chakraborty: মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন শুনেই বললেন, "মিমি চক্রবর্তীকে আমি ডাকিনি। তিনি কোথাও বলতে পারবেন না, আমার থেকে কোনও অফিশিয়াল আমন্ত্রণপত্র বা আমন্ত্রণ জানিয়ে কোনও ইলেকট্রনিক কমিউনিকেশন তাঁর কাছে গিয়েছিল।"

Face Vaccine Case: মিমিকে আমন্ত্রণই জানাইনি! চাঞ্চল্যকর দাবি জাল ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের
মিমিকে আমন্ত্রণই জানাননি, দাবি দেবাঞ্জন দেবেরImage Credit source: TV9 Bangla and Facebook

| Edited By: Soumya Saha

Dec 08, 2023 | 9:28 PM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব সম্প্রতি জামিন পেয়েছেন। আর এবার সাংবাদিক বৈঠক ডেকে পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। পুলিশের একাংশ আসল বিষয়টি ‘আড়াল’ করে তাঁর বিরুদ্ধে পুরো বিষয়টি চাপানোর চেষ্টা করেছে বলে দাবি দেবাঞ্জনের। বললেন, “আমাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, সেই সংক্রান্ত নথি চার্জশিটেও নেই, আদালতেও জানানো হয়নি।” শুধু তাই নয়, দেবাঞ্জন দেবের দাবি, তিনি কোনওদিন মিমি চক্রবর্তীকে আমন্ত্রণই জানাননি। মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন শুনেই বললেন, “মিমি চক্রবর্তীকে আমি ডাকিনি। তিনি কোথাও বলতে পারবেন না, আমার থেকে কোনও অফিশিয়াল আমন্ত্রণপত্র বা আমন্ত্রণ জানিয়ে কোনও ইলেকট্রনিক কমিউনিকেশন তাঁর কাছে গিয়েছিল।”

প্রসঙ্গত, কসবা এলাকায় ভুয়ো কোভিড ভ্যাকসিন শিবির চালানোর অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দেবাঞ্জন দেবকে। অভিযোগ উঠেছে, তিনি নিজেকে আবার আইএএস পরিচয় দিয়ে ঘুরে বেরাতেন। যে সময় ওই ঘটনাটি ঘটেছিল, সেই সময় কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন ক্যাম্পে ছিলেন মিমি চক্রবর্তীও। যখন এই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় হচ্ছিল রাজ্য, সেই সময় ২০২১ সালে টিভি নাইন বাংলাকে মিমি জানিয়েছিলেন, “আমার কাছে ইনভাইট আসে। বলা হয়, জয়েন্ট কমিশনার অব কেএমসি-র উদ্যোগে একটা ক্যাম্প হচ্ছে।”

উল্লেখ্য এই দেবাঞ্জন দেবই আবার বিভিন্ন জায়গায় নিজেকে পুরনিগমের যুগ্ম কমিশনার বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। তবে এদিন সাংবাদিক বৈঠক ডেকে দেবাঞ্জন দাবি করলেন, তিনি মিমিকে আমন্ত্রণই জানাননি। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের এই দাবির বিষয়ে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।