
কলকাতা: পরিবারের কর্তার নাম নিবাস হাজরা, স্ত্রীর নাম নিরুপমা হাজরা। হঠাৎ তাঁরা জানতে পেরেছেন তাঁদের এক সন্তানের নাম সুমন হাজরা। আদৌ এমন কোনও সন্তানই নেই! অভিযোগ জানাতে গেলেন তিন ভাই-বোন। এসআইআর আবহে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। এবার নিউ টাউনে উঠল ‘বাবা চুরি’র অভিযোগ। অন্য কাউকে বাবা সাজিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
স্ত্রী মঞ্জু হাজরার অভিযোগ, মৃত স্বামী নিবাস হাজরার পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এমনকী পাসপোর্ট তৈরি করেছেন সুমন হাজরা নামে ওই যুবক। সুমন হাজরা দীর্ঘদিন ধরে মৃত নিবাস হাজরার বাড়ির পাশেই আদর্শপল্লীতে ভাড়ায় থাকতেন। অভিযোগ, পরিবারের অজান্তেই নিবাস হাজরার পরিচয়পত্র হাতিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে ফেলেন এই সুমন। কিন্তু শেষরক্ষা হল না। এসআইআর শুনানির ডাক পেয়েই ধরা পড়ে গেলেন সুমন।
নিবাস হাজরার দুই পুত্র এবং এক কন্যা হিমাংশু হাজরা, গৌরাঙ্গ হাজরা এবং উন্নতি হাজরা। তাঁদের অভিযোগ, তাঁদের আর কোনও ভাই-বোন নেই। বাগুইহাটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে হাজরা পরিবার।
সুমন হাজরার বাড়ি গিয়ে দেখা যায় তিনি নেই। সুমনের স্ত্রী নিরুপমা হাজরা জানান ওঁর বড় ছেলে হিমাংশু হাজরা বাবার পরিচয়পত্র তুলে দিয়েছিলেন সুমন হাজরার হাতে। সেই পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পাসপোর্ট তৈরি করেন।