Weather Update: ভোটবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, আগামী ৫ দিনের জন্য বড় আপডেট দিল হাওয়া অফিস

Weather Update: আগামী ৫ দিনের মধ্যে ২৩ ও ২৪ তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৫ তারিখ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ২৫ তারিখ আবার গোটা দেশের সঙ্গেই ষষ্ঠ দফার ভোট রয়েছে বাংলাতেও।

Weather Update: ভোটবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, আগামী ৫ দিনের জন্য বড় আপডেট দিল হাওয়া অফিস
প্রতীকী ছবিImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2024 | 5:17 PM

কলকাতা: ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে বলে খবর। কিছু কিছু জেলায় আবার কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। দুর্যোগের সবথেকে বেশি ঘনঘটা দেখতে পাওয়া যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে। 

আগামী ৫ দিনের মধ্যে ২৩ ও ২৪ তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৫ তারিখ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ২৫ তারিখ আবার গোটা দেশের সঙ্গেই ষষ্ঠ দফার ভোট রয়েছে বাংলাতেও। তাই দুর্যোগের খবরে স্বভাবতই উদ্বিগ্ন নির্বাচন কমিশন। বুধবার এ নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিরে সঙ্গে বৈঠকেও বসতে চলেছে কমিশন। 

এদিন আবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। এদিন দুই দিনাজপুর ও মালদহে জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। তবে ২৪ ও ২৫ তারিখ উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।  

আপাতত ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন কিলোমিটার উপরে দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগরে একটি ঘূর্ণাবর্তের দেখা মিলেছে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন ২২ তারিখে এটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। তারপরই ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করবে। ২৪ তারিখ নাগাদ এটির অবস্থান মধ্য বঙ্গোপসাগরে হতে পারে।