West Bengal News Today Live: ৩১ জানুয়ারি থেকে বিধানসভা অধিবেশন শুরু, বাজেট পেশ হতে পারে ২ অথবা ৩ ফেব্রুয়ারি

মহিলা নার্সের অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, আরও ২ জন নিপা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে। 

West Bengal News Today Live:  ৩১ জানুয়ারি থেকে বিধানসভা অধিবেশন শুরু, বাজেট পেশ হতে পারে ২ অথবা ৩ ফেব্রুয়ারি
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit source: TV9 Bangla

Jan 14, 2026 | 2:08 PM

LIVE NEWS & UPDATES

  • 14 Jan 2026 02:02 PM (IST)

    ৩১ জানুয়ারি থেকে বিধানসভা অধিবেশন শুরু

    • চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জানুয়ারি, শনিবার থেকেই শুরু হতে চলছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন।
    • এখনও পর্যন্ত ঠিক আছে সপ্তাহ খানেক চলবে এই অধিবেশন।
    • বাজেট পেশ হতে পারে ২ বা ৩ ফেব্রুয়ারি।
    • প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • 14 Jan 2026 12:48 PM (IST)

    নিপা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা

    বাংলায় চার জন আক্রান্ত নিপায়। এবার সেই নিয়েও চলছে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, নিপা মোকাবিলায় রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলা। অন্যদিকে, পাল্টা আবার তৃণমূল নেতা কুণাল ঘোষের জবাব, কেন্দ্রর থেকে রাজ্যকে শিখতে হবে না। করোনার সময় ভোটের দফা বাড়িয়ে রোগ ছড়িয়েছিল কেন্দ্র।

  • 14 Jan 2026 12:44 PM (IST)

    নোটিস পেয়ে শুনানিতে হাজির দেব

    • SIR-এর শুনানিতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব।
    • এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকার কারণে তাঁকে নোটিস পাঠানো হয়।
    • সূত্রের খবর, দেবের পরিবারের ৩ জনকে নোটিস পাঠানো হয়েছে।
    • যাদবপুরের কাটজুনগরের শুনানি কেন্দ্রে হাজির দেব।
  • 14 Jan 2026 10:56 AM (IST)

    নিপা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর

    • নিপা মোকাবিলায় রাজ্যের উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলা: সুকান্ত
    • কেন্দ্রের থেকে শিখতে হবে? পাল্টা প্রশ্ন কুণাল ঘোষের
    • করোনার সময়ে দফা বাড়িয়ে রোগ ছড়িয়েছিল কেন্দ্রই: সুকান্ত
    • নিপা ভাইরাসের প্রকোপ নিয়েও কেন্দ্র-রাজ্য চাপানউতোর

     

  • 14 Jan 2026 10:54 AM (IST)

    বর্ধমান মেডিক্যালের ২ জনের শরীরে নিপার উপসর্গ

    • বর্ধমান মেডিক্যালের ১ হাউসস্টাফ ও নার্সের শরীরে নিপার উপসর্গ।
    • নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২ জনই ভর্তি বেলেঘাটা আইডিতে।
    • বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন ২ জন।
    • ২ জনের নমুনা সংগ্রহ করা হবে।
    • আক্রান্ত কাটোয়ার বাসিন্দা নার্সের চিকিৎসা করেছিলেন ২ জন।
  • 14 Jan 2026 10:51 AM (IST)

    রুট ম্যাপ ঘিরে বাড়ছে উদ্বেগ

    • নিপা উদ্বেগে এবার নদিয়াতেও।
    • গত ডিসেম্বরে কৃষ্ণগঞ্জ ব্লকে বেড়াতে যান আক্রান্ত নার্স।
    • নদিয়া যোগের কথা সামনে আসতেই উদ্বেগে স্বাস্থ্য দফতর।
    • সংক্রমণের উৎস খুঁজতে তৎপর জেলার স্বাস্থ্য আধিকারিকরা।
    • কোন পথে গিয়েছিলেন কাটোয়ার নার্স? সেই রুট ম্যাপ ঘিরে বাড়ছে উদ্বেগ।
  • 14 Jan 2026 10:48 AM (IST)

    কোমায় চলে গিয়েছেন নার্স

    • নিপা ভাইরাস নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে কাটোয়ার নার্স। তাঁর শরীরে নিপা ভাইরাসের হদিশ মেলে।
    • বারাসতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর সঙ্গেই ভেন্টিলেশনে রয়েছেন নিপা আক্রান্ত আরও একজন। নজরদারি, নমুনা সংগ্রহ, বেড প্রস্তুতির প্রোটোকল তৈরি করেছে কেন্দ্র।
    • ইতিমধ্যেই বারাসতের ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকের দল।
    • নার্সের সংস্পর্শে আসা ১৪ জনের নমুনা পাঠানো হয়েছে এইমস-এ।

রাজ্যে এখন নতুন উদ্বেগের নাম নিপা। নিপা আক্রান্ত দুই নার্স এখন ভর্তি বারাসতের বেসরকারি হাসপাতালে। তার মধ্যে মহিলা নার্সের অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, আরও ২ জন নিপা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে।