
কলকাতা: এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ মহিলা যাত্রী। মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে আনা হল কলকাতা বিমানবন্দরে। জরুরি অবতরণ করানো হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।
এয়ার ইন্ডিয়ার এআই-১৮৬ বিমান কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল। জ্বালানি ভরতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল আন্তর্জাতিক বিমানটি। জ্বালানি ভরার পর বিমানটি উড়তেই মাঝ আকাশে বিপত্তি ঘটে। আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই মহিলা যাত্রী।
সময় নষ্ট না করে কেবিন ক্রু সঙ্গে সঙ্গে পাইলটকে জানান। পাইলট কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি অবতরণের অনুমতি চায়। বিমান ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা হয়।
বিমানটি কলকাতা বিমানবন্দরের অবতরণ করতেই, রাত ৮টা নাগাদ তড়িঘড়ি চিকিৎসকরা মহিলা যাত্রীকে অ্যাম্বুল্যান্সে করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম রাজবীর কৌর ভিন্দর (৫৪)। তিনি পঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা।
দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।