কলকাতা: জিম ট্রেনারের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন রিসেপশনিস্ট। সেখানেই তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ (Molestation Case)। এ ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জিম ট্রেনারকে। পেশও করা হয়েছে আদালতে। সূত্রের খবর, নিউটাউনের একটি জিমে পার্ট টাইমে রিসেপসনিস্টের কাজ করতেন বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা এক ছাত্রী। তাঁর অভিযোগ, গত ২৪ তারিখ রাত ১১টা নাগাদ জিমের মালিক তথা ট্রেনার সোহেল মামুন ওই ছাত্রীকে জন্মদিনের পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে পার্টিতে যানও ওই ছাত্রী। কিন্তু, কে জানত সেখানেই তাঁর জন্য অপেক্ষা করে ছিল বড় বিপদ।
অভিযোগ, পার্টি শেষ হলে বাড়ি ফিরতে চাইলে ছাত্রীকে আটকে রাখেন সোহেল মামুন। এরপরই তাঁর সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায়। সেই সময়ই ছাত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। শ্লীলতাহানিও করা হয়। এমনকী এসব কথা বাইরে বললে পরিণতি ভয়ানক হবে বলেও শাসানো হয়। সেই রাতে কোনওমতে বাড়ি ফেরেন ওই যুবতী। তারপরই মঙ্গলবার ভোরে সোজা দ্বারস্থ হন পুলিশের।
তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জিম ট্রেনার সোহেল মামুনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ধারায় ইচ্ছার বিরুদ্ধে কাউকে আটকে রাখা, ৩৫৪ শ্লীলতাহানি, ৫০৬ অপরাধমূলক ভয় দেখানো, ৫০৯ অশালীন অঙ্গভঙ্গি, এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। তবে সেখানে তাঁর জামিন মিলেছে।